পোষ্ট অফিস যোগে মুখ্যমন্ত্রী কে চিঠি দিয়ে কর্মসংস্থান সহ একাধিক দাবীতে সরব হল সোনামুড়া ডিউয়াইএফআই কমিটি

 

রাজ্য জুড়ে চলছে বিরোধী দের বিক্ষোভ, মিছিল, সমাবেশ ইত্যাদি ইত্যাদি।
বিরোধী শিবিরের পক্ষ থেকে রাজ্যে চলমান সমস্যা গুলো নিয়ে বারংবার সরব হতে দেখা যাচ্ছে। এবার একই ভাবে বামপন্থি যুব ফেডারেশান ডিউয়াইএফআই সোনা মুড়া বিভাগীয় কমিটির পক্ষ থেকে যুব সমাজ ও বন্যার্ত দের একাধিক জ্বলন্ত সমস্যা নিয়ে আজ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পোস্ট অফিস মারফৎ একটি চিঠি প্রেরন করা হয়।
বেকার যুব সমাজের জন্য কর্ম সংস্থান , নেশার করাল্গ্রাস থেকে যুব সমাজ কে মুক্ত করা, বন্যার্ত দের সহযোগিতা প্রদান সহ একাধিক দাবীতে সরব হয়েছেন যুব কর্মীরা। এদিনের কর্মসূচী তে উপস্থিত ছিল ডি ওয়াই এফ আই সোনামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক ইন্দ্রজিৎ সাহা , সভাপতি সেলিম মিয়া, মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃত্বরা।
রাজ্যে ক্রমশই বেকারত্বের সমস্যা বাড়ছে। এদিকে শুন্যপদ থাকা সত্বেও সেই শুন্যপদ পূরণ হচ্ছে না। অন্যদিকে নেশার করাল্গ্রাসে শেষ হয়ে যাচ্ছে যুব সমাজ। এছাড়াও আউট সোরসিং এর মতো বিরাট সমস্যা গুলোর কারণে রাজ্যের শিক্ষিত যুবক যুবতীরা চাকরি হীনতায় ধুঁকছে। এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে সমাধান চেয়েই আজ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি দিয়েছেন তারা।
এছাড়াও সম্প্রতি বন্যা কবলিত এলাকা গুলিতে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা পৌঁছায়নি বলেও অভিযোগ উঠেছে বহু এলাকা থেকে। সেই সমস্যার দিকেও যেন মুখ তুলে তাকান সরকার মহল। সেই দাবী ও উঠানো হয়েছে।

Leave A Reply