SLR gun rescued
টিএসআর এর ফেলে যাওয়া বন্দুক উদ্ধার ক্ষুদিরাম এর বাড়ির বাইরে থেকে, মদমত্ত অবস্থাই কি আসল কারণ ?
ত্রিপুরার বুকে আজব ঘটনার শেষ নেই। বিশেষ করে টিএসআর জওয়ানদের নিয়ে প্রায়শই এমন কিছু ঘটনা সামনে আসে যা সাধারণ মানুষ কে রীতিমতো টিএসআর দের বিরুদ্ধে হাসির খোঁড়াক যুগিয়ে দেয়। এবার এমনই এক ঘটনার আভাস পাওয়া গেল এয়ারপোর্ট থানাধীন এলাকায়।
রাজধানীর সিঙ্গারবিল এর ছনমুড়ি এলাকার নিবাসী ক্ষুদিরাম দেব নামের এক ব্যক্তির বাড়ির বাইরে থেকে উদ্ধার হল একটি বন্দুক। বন্দুক টি এসএলআর বন্দুক বলে জানা গেছে যা সাধারণত টিএসআর জওয়ানদের কাছেই থাকে । সেই সুত্র ধরে অনুমান করা হচ্ছে যে কোনো এক টিএসআর কর্মী রাত বিরেতে মদমত্ত অবস্থায় হয়তো এখানে তার এই রাইফেল বন্দুক টি ফেলে রেখে চলে গেছেন। পরবর্তী সময়ে সকালে স্থানীয়রা এই বন্দুক টি দেখতে পেলে তড়িঘড়ি সবার নজরে আসে তা।
উল্লেখ্য উক্ত এলাকায় আন্ডার কনস্ট্রাকশনে থাকা একটি ওএনজিসি ক্যাম্পে ডিউটিরত অবস্থায় আছেন টিএসআর কর্মীরা। সেখানেই হয়তো রাতে আমোদ প্রমোদ এর পর টিএসআর জোয়ান নিজের হুশ সামলে উঠার আগেই তার এই আগ্নেয়াস্ত্রটি উক্ত এলাকায় ফেলে রেখে চলে যান। বন্দুক টি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে । যদিও এটি কার এখনো পর্যন্ত তার সঠিক জবাব পাওয়া যায়নি।
এর আগেও পুলিশের রিভলভার , বন্দুক বহু অপ্রত্যাশিত জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। কেউ কেউ তো আবার বাটি চালান দিয়েও নিজের বন্দুক খুঁজে বেড় করেছেন। এই ধরণের আজব ঘটনা ঘটিয়েছেন খোদ পুলিশ বাবুরাই। তাই অবাক যদিও হওয়া যায়না আর এসব ঘটনায়। কিন্তু দায়িত্ব জ্ঞান হীনতার পরিচয় এটা। এই ধরণের আগ্নেয়াস্ত্র যদি কোনো শিশুর হাতে পরে কিংবা কেউ যদি এর অপব্যবহার করে তবে তা মারাত্মক বিপদ কে আমন্ত্রণ জানাবে এটাই স্বাভাবিক। তাই এধরণের ঘটনা যাতে না ঘটে সে জন্যে প্রশাসনের আরও বেশি সতর্ক থাকা উচিৎ।