Melaghar the point of riots
অপরাধের আস্তানার নয়া রূপ মেলাঘর, আগুনে পুড়িয়ে মারার চেষ্টা ব্যবসায়ীকে
অপরাধের আস্তাকুড়ে মেলাঘর। যেখানে নিত্যদিন কোনো না কোনো অপরাধের গন্ধ ছড়ায়। নিত্যদিন কোনো না কোনো অপরাধীর বিরুদ্ধে মামলা হয় থানায়। চুরি , ডাকাতি, খুন , ছিন্তাই সর্ব বিদ্যায় পারদর্শী এই অপরাধীদের কে ধরতে যদিও ঠূটো জগন্নাথ এর ভূমিকা পালন করছে পুলিশ। যার আরও এক জলজ্যান্ত প্রমাণ উঠে এসেছে।
মেলাঘর বড় পাথর এলাকা যেন হয়ে উঠেছে দুষ্কৃতিদের আস্তানা। এবার এক ফার্নিচারের ব্যবসায়ীর দোকানে রাতের আধারে দুদিন যাবত অগ্নিসংযোগ, ব্যবসায়ী সহ তার পরিবারকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করার ঘটনায় হতবাক সকলে। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে পরিবার নিয়ে বেঁচে থাকার আর্তনাদ জানিয়েছেন শনিবার দুপুরে ব্যবসায়ী মালেক মিয়া। বেশ কিছুদিন পূর্বে মেলাঘর বর পাথর এলাকার রূপালী ফার্নিচারের দোকানে চুরি কাণ্ড সংঘটিত করেছিল চোরের দল। সমস্ত জিনিস চুরি করতে না পারায় গত শুক্রবার রাতে মালেক মিয়ার দোকানে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে মালেক মিয়ার দোকানের সেই অগ্নিকাণ্ডের ঘটনার খবর প্রকাশ হতেই পুনরায় শনিবার ভোর রাতে মালিক মিয়ার দোকানে আগুন লাগিয়ে পরিবারের সদস্যদের পুড়িয়ে মারার চেষ্টা করে দুষ্কৃতিকারীরা। কোনরকম ভাবে পরিবারের সদস্যদের নিয়ে ঘর থেকে বেরিয়ে প্রাণে বাচেন মালেক মিয়া । মেলাঘর থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করার পরও পুলিশ কোন রকম ভূমিকা গ্রহণ করছে না বলে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে পরিবারের সদস্যদের নিয়ে বেঁচে থাকার আর্তনাদ জানান ব্যবসায়ী মালেক মিয়া। তবে কি কারনে প্রতিনিয়ত এই ঘটনা ঘটছে মালেক মিয়ার দোকানে সে বিষয় নিয়ে কিছুই বলতে পারছেন না ব্যবসায়ী। উক্ত ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।