Major general GD Bakshi

বাংলাদেশ থেকে আলাদা হবে হিন্দু দেশ , হিন্দু নিধন রুখতে একমাত্র উপায় এটাই

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের রক্ষা করতে ভৌগোলিক বিভাজন করতে হবে। গড়তে হবে আলাদা দেশ। তবেই একমাত্র সুরক্ষিত থাকতে পারবেন সেখানকার হিন্দুরা। এবার এমনই বার্তা দিয়ে নিজের টুইটার এবং ইনস্টাগ্রামে লিখলেন ভারতীয় আর্মির অবসর প্রাপ্ত মেজর জেনারেল গগন দীপ বক্সি।

Bangladesh সরকারের মুখ্য উপদেষ্টা ডঃ মোঃ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশে ক্রমেই বেড়ে চলেছে অরাজকতা। বাংলাদেশের হিন্দু বিরোধী আন্দোলনের জেরে সেখানকার সংখ্যালঘু রা স্বভাবতই নিরাপত্তা হীনতায় ভুগছেন। তাই এই সমস্যার কি সমাধান হতে পারে সেই নিয়েই এবার সামাজিক মাধ্যমে বার্তা দিলেন ভারতের সেনাবাহিনির প্রাক্তন মেজর জেনারেল গগন দীপ বক্সি।
গগন দীপ বক্সি 1971 সালে অর্থাৎ বাংলাদেশের মুক্তি যুদ্ধের সময় নভেম্বরে আইএমএ দেরাদুন থেকে ভারতীয় সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি ৬ জম্মু ও কাশ্মীর রাইফেলের নেতৃত্ব ও দেন।
অবশেষে ২০০৮ সালে তিনি অবসর গ্রহণ করেন।

সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতি দেখে উনি লিখেছেন, বাংলাদেশ অন্তর্বর্তী কালীন সরকার প্রধান ইউনুসের নেতৃত্বে এক জিহাদি রূপ নিয়েছে। ধর্মীয় বিভেদ কে হাতিয়ার করে বাংলাদেশ থেকে হিন্দু দের তাড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে ইউনুসের সরকার এমনকি তারা একটি যুদ্ধের জন্যে ও সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছে। পাকিস্তানের মারণ সৈন্যের হাত থেকে যে বাংলাদেশ কে মুক্ত করতে ভারতের প্রায় ৩৮০০ সেনা, ব্যবাসায়ি এবং বায়ু সৈনিকেরা আত্ম বলিদান করেছেন তারা আজ সেই বলিদান কে ভুলে গেছে। এতটা অকৃতজ্ঞ কেউ কি করে হতে পারে ? যদি তারা এভাবেই দেশ থেকে হিন্দু নিধন এর যজ্ঞ চালিয়ে যেতে থাকে তবে তার সমাধান একটাই হতে পারে-
বাংলাদেশ কে বিভাজিত করে দুটি আলাদা রাষ্ট্র গঠন। যার একটি হবে বাংলাদেশ । অপরটি হবে কেবল মাত্র হিন্দুদের জন্যে হিন্দুদেশ।
বাংলাদেশের ম্যাপে একটি সীমানা দেগে কোন অংশ নিয়ে হিন্দু দেশ গোঁড়া উচিৎ সেটাও একটি ছবি র মধ্যে দিয়ে বোঝালেন মেজর জেনারেল।
বাংলাদেশ যেখানে চিকেন নেক কে ভেঙ্গে গোটা উত্তর পূর্ব ভারত দখলের স্বপ্নে বিভোর , সেখানে ভারতের অভ্যন্তরে ও যে বাংলাদেশ কে বিভাজনের বিষয় উত্থাপিত হতে পারে তা ঊদের কাছেও অকল্পনীয় বিষয়। ভারত যদি বাংলাদেশ রাষ্ট্র কে গড়তে পারে তবে তাঁকে ভেঙ্গে দ্বিখণ্ডিত ও করতে পারে। এমনই ইঙ্গিত বহন করছে প্রাক্তন মেজর জেনারেলের এই পোস্ট।
এর পরে ও কি বাংলাদেশ এর অন্তর্বর্তী কালীন সরকার এই হিন্দু নিধন যজ্ঞ থামাতে তৎপর হবে ? আদৌ কি তাদের মাঝে দেশ বিভাজনের ভয় উদ্বেলিত হবে ?

Leave A Reply