Kashari Patti Kali mandir

মাটির তলা থেকে তোলা হল ২০০ বছর পুরনো কালি মন্দির , রাজধানী তে আরও এক জাগ্রত কালি মায়ের সন্ধ্যান

রাজ রাজাদের আমল থেকে নানা ইতিহাস ও সনাতন ধর্মের নিদর্শনে মোড়া ত্রিপুরা রাজ্যে প্রায়শই খোজ মেলে বহু আশ্চর্যের। এবার তেমনি একটি মন্দিরের খোজ পাওয়া গেল। তবে মন্দির টি যে এখানে নতুন ভাবে উদয় হয়েছে এমনটা ও নয়। বরং কালের পর কাল ধরে আমাদের চোখের সামনেই ছিল এটি। তবে এর গভীরতা নিয়ে অবগত ছিলেন না অনেকেই। তবে এবার আগরতলা পুরো নিগমের প্রয়াসে না জানা বহু তথ্য উন্মোচিত হল এই মন্দিরের বিষয়ে।
উল্লেখ্য, রাজধানী আগরতলার প্রাণকেন্দ্রে কাঁসারি পট্টি এলাকায় একটি বহু প্রাচীন মন্দির রয়েছে। যেখানে কিনা রাজন্য আমলে কালি মায়ের পুজো হত বলে শোনা যায়। সময়ে সাথে সাথে শহরের রুপ রঙ্গ পাল্টে যায়। আশে পাশে গড়ে উঠে দ্বিতল ত্রিতল বিশিষ্ট ইমারৎ। আর ক্রমশই মাটির তলে চাপা পরতে থাকে মন্দির টি। জানা যায় এই মন্দিরের বয়স প্রায় ২০০ বছর।
রাজধানীর কাঁসারী পট্টি তে দীর্ঘ বহুবছর যাবত অর্ধ ভুমজ্জিত ও জরাজীর্ণ অবস্থায় নিমজ্জিত ছিল এই কালি মন্দির। যা কম বেশ পথ চলতি সবার নজরেই পরেছে। জানা যায় এটি রাজন্ন আমলের কালী মন্দির পাড়া এবং মন্দির টি সুন্দরী কালীমন্দির নামে পরিচিত যা এলাকাবাসীর কাছে একটি জাগ্রত কালী মায়ের মন্দির । প্রায় ২০০ বছরের পুরনো মন্দিরটির অর্ধেকটাই মাটির নিচে চলে গিয়েছিল। অবশেষে এর দিকে দৃষ্টি আকর্ষিত হল পুরো নিগমের। দশ টন ওজনের এই মন্দিরটিকে জেকের সাহায্যে উপরে তোলার ব্যবস্থা করেছে এবার পুরো নিগম। প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয়ে সংস্কার করা হচ্ছে মন্দিরটি। আজ সংস্কার কাজটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ মেয়র দীপক মজুমদার ও এলাকার কর্পোরেটর রত্না দত্ত।
প্রাক্তন সরকারের আমলে ও মন্দির টি একই ভাবে জরাগ্রস্ত ছিল। কিন্তু ততকালিন সরকার এর দিকে তেমন একটা নজর না দেওয়ায় তা দিনে দিনে আরও বেশি নিমজ্জিত হতে থাকে। তবে বর্তমান সরকার পরিচালিত পুরো নিগম এর প্রচেষ্টায় রাজধানী বাসী আরও একবার ফিরে পেতে চলেছেন রাজন্য ঐতিহ্য বিজড়িত আরও একটি রত্ন।

Leave A Reply