Jishnu Dev Varma

স্বাধীনতার ৭৬ বছর পর ত্রিপুরা রাজ্য থেকে প্রথম বার কোন ব্যক্তি নিযুক্ত হয়েছে রাজ্যপাল হিসেবে। আর এটা গোটা রাজ্যের মানুষের কাছেই একটা গর্বের বিষয়। এবার তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হল ত্রিপুরার প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী কে। চলুন, জেনে নেওয়া যাক তেলাঙ্গানার এই নতুন রাজ্যপাল এর বিষয়ে বিস্তারিত ভাবে।

ত্রিপুরা রাজ্য ভারতের উত্তর পূর্বের রাজ্য গুলোর মধ্যে রাজনৈতিক দিক থেকে সর্বাধিক চর্চিত একটি স্থান। সেই রাজ্যে ২০১৮ সালে দীর্ঘ ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটে এবং ক্ষমতায় আসে বিজেপি সরকার। বিপ্লব কুমার দেব তৎকালে মুখ্যমন্ত্রী হন। আর তখন উপ মুখ্যমন্ত্রীর দায়িত্ব সোপে দেওয়া হয় জিষ্ণু দেব বর্মার হাতে যিনি বর্তমানে তেলেঙ্গানার নয়া রাজ্য পাল হিসেবে নিজুক্তি পেয়েছেন। আর তা নিয়ে আজ প্রধানমন্ত্রী ও দেশের এনডিএ সরকার কে ধন্যবাদ জানিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন জিষ্ণু দেব বর্মা।
ভারতের সবচাইতে বেশি সময় যাবত যে কটি রাজ্য রাজাদের শাসনে ছিল তার মধ্যে উল্লেখযোগ্য রাজ্য ত্রিপুরা। আর সেই রাজন্য পরিবারেরই সদস্য জিষ্ণু দেব বর্মা।
উপ মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘ ৫ বছর দায়িত্ব সামলেছেন। রাজ্যের ৬০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৯ চরিলাম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তিনি। বিধায়ক , উপ মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী ও ছিলেন তিনি। কিন্তু ২০২৩ এর বিধানসভা নির্বাচনে নিজের সেই চরিলাম কেন্দ্রেই এক আঞ্চলিক দল তিপ্রা মথার প্রার্থীর কাছে ভোট প্রতিদ্বন্ধিতায় গো হারা হেঁড়ে যান জিষ্ণু দেব বর্মা। রেকর্ড ভোটে ২০১৮ সালে বাম প্রার্থী কে হাড়িয়ে জয়ী হওয়া একজন বিধায়ক তথা মন্ত্রী হঠাৎ করে ২০২৩ এর বিধানসভায় সেই রেকর্ড ভোটেই হেঁড়ে গেছেন, এটা স্বভাবতই জিষ্ণু দেব বর্মা এবং রাজ্য বিজেপি উভয়ের কাছেই বড় ধাক্কা ছিল বটে। এর পর বিগত এক বছরে উনাকে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে ন্যস্ত করা হয়নি।
অবশেষে কিছুটা ড্যামেজ কন্ট্রোল করার মতোই এবার গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে উনার হাতে। ২৭শে জুলাই উনাকে তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই নিয়ে সাংবাদিক দের সাথে নিজের প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন তিনি ।
রাজনৈতিক জীবনে পারদর্শিতার সাথে কাজ করে গেছেন জিষ্ণু দেব বর্মা। রাজ্যে দীর্ঘ ৫ বছর উপ মুখ্যমন্ত্রী এবং অর্থ মন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব পালনের পর এবার বহিঃরাজ্য তেলেঙ্গানায় দায়িত্ব পালনে অগ্রসর হচ্ছেন জিষ্ণু দেব বর্মা। তার সাথেই ত্রিপুরার গৌরব বৃদ্ধি হয়েছে উনার হাত ধরেই তা আর বলার অপেক্ষা রাখেনা। তবে ত্রিপুরার বিধানসভা নির্বাচনে হেঁড়ে যাওয়ার পর উনার রাজনৈতিক ভবিষ্যৎ কিছুটা ম্লান হয়ে পড়েছিল বটে। বিগত দিনে এমন পরিস্থিতি তে বহু দিগগজ নেতাদের দল বদল করতে দেখা গেছে। জিষ্ণু দেব এর ক্ষেত্রে ও যেন সেই ঘটনাই না ঘটে , আপাতত ঐটুকু সুনিশ্চিত করতেই রাজ্যপালের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে হাতে, পাশাপাশি ত্রিপুরায় বিজেপিকে আরও শক্তিশালী করে তোলা এবং রাজ্যে আপাতত বিজেপির সরিক সেই তিপ্রা মথার শক্তি ক্ষয়ের প্রয়াস করতেও এই অভিনব উদ্যোগ নিয়েছে কেন্দ্র , রাজনৈতিক সমালোচকেরা অবশ্য এমনটাই বলছেন।

Leave A Reply