GSOC 2024 Angsh Goyal
আগরতলা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিটেকের তৃতীয় বর্ষের ছাত্র অংশ গোয়েল অসাধারণ কৃতিত্ব অর্জন করে মর্যাদাপূর্ণ ‘গুগল সামার অফ কোড-২০২৪’ (জিএসওসি) প্রোগ্রামের পরামর্শদাতা বা মেন্টর হিসেবে নির্বাচিত হয়েছেন। আইআইআইটি আগরতলার অধিকর্তা অধ্যাপক অভয় কুমার এনিয়ে জানিয়েছেন, এই জিএসওসি মূলত ইন্টার্নশিপ প্রোগ্রাম। এর মধ্য দিয়ে সফল ও কৃতি ছাত্র-ছাত্রীরা সাধারণত বিশ্ব মানের কর্পোরেট চাকরি পেতে অগ্রাধিকার পায়। তিনি বলেন, এই প্রোগ্রামের আওতায় ‘পোস্টম্যান’ নামের সংস্থার অধীনে “স্ক্রিপ্ট স্ট্যাবিলিটি এনহ্যান্সমেন্ট ফর অ্যাসিংক এপিআই ওয়েবসাইট” কর্মসূচিতে জিএসওসি-তে অংশগ্রহণকারীদের মেন্টরিং করবেন অংশ গোয়েল। এই ক্ষেত্রে ক্লাউড নেটিভ কম্পিউটিং ফাউন্ডেশনের অধীনে লিনাক্স ফাউন্ডেশন এলএফএক্স মেন্টি হিসাবে অংশ গোয়েলের কাজ করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। ওপেন সোর্স প্রকল্পগুলিতে তার পূর্বের অভিজ্ঞতার কথা বিবেচনা করেই ‘পোস্টম্যান’ সংস্থা তাকে জিএসওসি-২০২৪-এ পরামর্শ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।
এনিয়ে আইআইআইটি-র ছাত্র অংশ গোয়েল জানিয়েছেন, তিনি মে মাস থেকে আগামী ছয় মাসের জন্য এই কর্মসূচির পরামর্শদাতা হয়েছেন। হরিয়ানার স্থায়ী বাসিন্দা এবং আগরতলার আইআইআইটিতে অধ্যয়নরত অংশ গোয়েল আরও জানিয়েছেন, তিনি বর্তমানে লিঙ্কডইনের অধীনে ইন্টার্নশিপ করছেন।
গুগল সামার অফ কোড (জিএসওসি) প্রোগ্রাম সম্পর্কে জানাতে গিয়ে অধ্যাপক অভয় কুমার বলেন, জিএসওসি হল গুগল এলএলসি’র অর্থানুকূল্যের একটি বার্ষিক প্রোগ্রাম।ওপেন সোর্স সফ্টওয়্যার ডেভেলপমেন্ট করার আঙিনায় গুগলের এই প্রোগ্রামের বিশেষ অবদান আছে। এজন্য কম্পিউটার সায়েন্স এর ছাত্রছাত্রীরা এই প্রোগ্রামে অংশ নেবার জন্য মুখিয়েই থাকে। জিএসওসি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ডেভেলপারদেরকে ‘ওপেন সোর্স ডেভেলপমেন্টে’ সংযুক্ত করে নতুন নতুন উদ্ভাবনার ক্ষেত্রকে প্রসারিত করে চলেছে। জিএসওসি-তে অংশ গ্রহণকারীরা তাদের পরামর্শদাতাদের নির্দেশ অনুযায়ী ওপেন সোর্স সংস্থায় ১২ সপ্তাহের অধিক সময়ের জন্য প্রোগ্রামিং প্রকল্পে কাজ করে।
অধ্যাপক অভয় কুমার আরও জানান, জিএসওসি হল উচ্চাকাঙ্ক্ষী কম্পিউটার ডেভেলপার শিক্ষার্থীদের জন্য একটি প্রতিযোগিতামূলক ক্ষেত্র,। বিশ্বের যেকোনো বিশ্ববিদ্যালয়ের ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারে। নির্বাচিত শিক্ষার্থীদের গুগল ১,৫০০ থেকে৩,৩০০ মার্কিন ডলার পর্যন্ত স্টাইপেন্ড দেয়। তাছাড়া, এঅভিজ্ঞতা কাজে লাগিয়ে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে ইন্টার্নশিপ এবং চাকরির সম্ভাব্য সুযোগ সহ অসাধারণ অভিজ্ঞতা এবং নেটওয়ার্কিংয়ের বিরাট সুযোগ তৈরী করা যায়।