Electricity issue in Golaghati
বিদ্যুতের যন্ত্রণায় নাজেহাল গোটা পাড়ার মানুষ। গোলাঘাটি বিধানসভা জম্পুইজলা মহকুমার অন্তর্গত রায়পাড়ায় দীর্ঘদিন ধরে বিদ্যুতের চরম সমস্যা কিন্তু সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তর তাদের এই সমস্যার সমাধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জানা গেছে রায়পাড়ার মানুষজনকে বিদ্যুৎ বিল মেটানোর জন্য জম্পুইজলা বিদ্যুৎ নিগম অফিসে যেতে হয় কিন্তু বিদ্যুতের কোন সমস্যা হলে তারা পাড়ার মানুষকে বিভিন্ন অজুহাত দেখিয়ে৷ সমস্যা তৈরি করে থাকে। কখনো বলা হয় গাড়ি নেই, কখনো বলা হচ্ছে গাড়ি আসবে কিন্তু গাড়ির জ্বালানির খরচ দিতে হবে আবার কখনো বলা হয় তাদের নাকি সময় নেই। যার ফলে রায় পাড়ার মানুষ বিদ্যুৎ সমস্যা থেকে কিছুটা নিরসন পেতে অন্য এলাকার বিদ্যুৎ নিগম অফিসের কর্মীদের চাঁদা তুলে মোটা অংকের টাকার বিনিময়ে এনে বিদ্যুৎ লাইন সারাই করতে বাধ্য হচ্ছে, আর এই সমস্যা একদিন দুই দিনের নয় দীর্ঘদিনের । কখনো বিদ্যুৎ নিয়ে এই পাড়ায় সীমানা নিয়ে টানাপোড়েন চলে। জম্পুইজলা বিদ্যুৎ নিগম অফিসের কর্মীরা বলে রায়পাড়া নাকি তাদের আওতাধীন নয় আবার সেকেরকোর্ট বিদ্যুৎ নিগম অফিসের কর্মীরা বলেন এটা তাদের আওতায় নেই। যার ফলে এই টানাপূরণের ফলে রায়পাড়ায় বিদ্যুৎ সমস্যা চরম আকার ধারণ করেছে। গত ৪-৫ দিন আগে জম্পুইজলা বিদ্যুৎ নিগম অফিসের কর্মীরা এসে গোটা রায়পাড়ার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয়। যার ফলে রায়পাড়ার মানুষ চরম সমস্যার সম্মুখীন হয়েছে। বিদ্যুতের অভাবে পানীয় জলের পাম্প মেশিন বন্ধ যার ফলে গোটা পাড়ার মানুষ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছে। অন্যদিকে তীব্র গরমের দাবদাহ থেকে রেহাই পেতে বিদ্যুতের অভাবে পাখা চালাতে পারছেন না মানুষজনেরা। অতএব সব মিলিয়ে বিদ্যুতের যন্ত্রণায় গোটা রায়পাড়ার মানুষ অস্থির হয়ে উঠেছে। এই যন্ত্রণায় অতিষ্ট হয়ে রায়পাড়ার মানুষ মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ দপ্তরের প্রতি ক্ষুব্ধ হয়ে সংবাদমাধ্যমের সামনে তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন। তাদের অভিযোগ তারা টাকার বিনিময়ে বিদ্যুৎ ব্যবহার করেন। বিদ্যুতের এই নাজেহাল অবস্থা কোনভাবেই মেনে নিতে পারবেন না তারা। তাই রায় পাড়ার মানুষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন তাদের পাড়ার এই নিত্যদিনের বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকার যেন খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।