খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 2 July 2025 - 07:49 AM
বুধবার, ২ জুলাই ২০২৫ - ০৭:৪৯ পূর্বাহ্ণ

DYFI delegates visit TRBT chairman: তিন দফা দাবিতে টিআরবিটির দ্বারস্থ ডিউয়াইএফআই এর ৫ জনের প্রতিনিধি দল

DYFI delegates visit TRBT chairman
1 minute read

DYFI delegates visit TRBT chairman

তিন দফা দাবিতে টিআরবিটির দ্বারস্থ ডিউয়াইএফআই এর ৫ জনের প্রতিনিধি দল

রাজ্যে বহু বিধ জলন্ত সমস্যার মধ্যে অন্যতম একটি হচ্ছে শিক্ষক স্বল্পতা। রাজ্যের প্রত্যন্ত এলাকা গুলিতে বিশেষ করে বেশিরভাগ বিদ্যালয় গুলিতেই আসছে দিন শিক্ষক স্বল্পতার অভিযোগে পথ অবরোধে বসতে দেখা যায়। অন্যদিকে শিক্ষক নিয়োগ এর ক্ষেত্রে নেই কোনো উদ্যোগ। এই সংক্রান্ত ৩ টি গুরুত্বপূর্ণ বিষয় তথা দাবী নিয়ে বৃহস্পতিবার টিআরবিটির চেয়ারম্যান এর সাথে দেখা করলেন বামপন্থী ছাত্র যুব সংগঠন ডিওআইএফআই এর একটি প্রতিনিধি দল।
এদিন তিন দফা দাবিতে TRBT চেয়ারম্যান ড প্রত্যুষ রঞ্জন দেব সহ অন্যান্যদের সঙ্গে দেখা করেন ডিওয়াইএফআই’র ৫ জনের এক প্রতিনিধি দল। তার মধ্যে উল্লেখ যোগ্য দাবী, ২০২২ এর এসটিজিটি পরীক্ষার ফলাফল আজো অপ্রকাশিত। তা কেন প্রকাশিত হল না এবং তা যেন দ্রুত প্রকাশিত হয় সেই দাবী জানানো হয়। প্রতি বছর এক বার টেট পরীক্ষা হবার কথা হলেও বিগত ৬ বছরে মাত্র একবার টেট পরীক্ষা নেওয়া হয়। অতিসত্বর যেন টেট পরীক্ষা নেওয়া হয় এই দাবী জানানো হয়েছে। পরিক্ষায় উত্তীর্ণ হলেও নিয়োগ হচ্ছে না। পোস্ট শূন্য থাক্লেও নিয়োগ নেই। এই সমস্যা গুলো যেন দ্রুত সমাধান করা হয় । স্কুল গুলোতে সিক্ষক নেই। অথচ সিক্ষক নিয়গে অনিহা দেখাচ্ছে টিআরবিটি। এই তিন দফা নিয়েই মুলত এদিনের সাক্ষাৎকার। চেয়ারম্যান উক্ত দাবী দাওয়া গুলোর মধ্যে কিছু বিষয়ে সহমত পোষণ করলেও কিছু ক্ষেত্রে অমত প্রকাশ করেছেন।

For All Latest Updates

ভিডিও