CPIM places deputation to Sadar DM
কাজ, খাদ্য, পানীয় জল, বিদ্যুৎ, সেচ, পরিকাঠামোগত উন্নয়ন সহ দশ দফা দাবিতে সরব হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা সিপি আইএম কমিটি। এরই প্রতিবাদে কমিটির পক্ষ থেকে শনিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়।পশ্চিম জেলার সেক্রেটারি রতন দাস বলেন, পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন অঞ্চলে মানুষ নানা সমস্যায় ভুগছে। কাজ, খাদ্য, পানীয় জল, বিদ্যুৎ, সেচ, পরিকাঠামোগত উন্নয়ন ইত্যাদির অভাবে দরিদ্র মানুষের অবস্থা আরও খারাপ হয়েছে।তাছাড়া, কিছুদিন আগেও পেট্রোল ডিজেল, সিএনজির মতো জ্বালানির তীব্র সংকট প্রত্যক্ষ করেছে রাজ্য। এ ধরনের সংকট নতুন নয়। তাই কমিটির পক্ষ থেকে দশ দফা দাবি জানানো হয়েছে। এই দাবিগুলি হলো, যত তাড়াতাড়ি সম্ভব জব কার্ড হোল্ডারদের পর্যাপ্ত সংখ্যক কাজ দেওয়া হোক সরকারের বিভিন্ন দপ্তরে, অসংগঠিত ক্ষেত্রের শ্রমজীবী লোকদের বিভিন্ন লাইন বিভাগে কাজ দেওয়া হোক, দারিদ্র্যপীড়িত ব্যক্তিদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিনামূল্যে সরবরাহ করা হোক, শীঘ্রই আদিবাসী অধ্যুষিত এলাকা এবং বস্তি এলাকা সহ গ্রামীণ এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ ব্যবস্থা করা ইত্যাদি।