Congress MLA Sudip Roy Barman

মুখ্যমন্ত্রীর ওএসডি মামলা করলেন কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে, কি জবাব দেবেন সুদীপ রায় বর্মণ ?

 

কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণের বিরুদ্ধে এবার মান হানীর মামলা হল । রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার দায়িত্বপ্রাপ্ত অফিসার অন স্পেশাল ডিউটি তথা ওএসডি পরমানন্দ সরকার ব্যানারজি। রাজ্য বিধানসভায় এক বিতর্কিত মন্তব্য কে ঘিরেই এই মামলা করেছেন।

রাজ্য রাজনীতিতে বিতর্কের মুখে কম বেশি প্রত্যেক রাজনৈতিক দলের নেত্রিত্বরাই রয়েছে। একে অপরের বিরুদ্ধে মান হানীর অভিযোগ , পাল্টা অভিযোগ ও করেন । এ কোনো নতুন বিষয় বা আকস্মিক ঘটনা নয়। কিন্তু মুখ্যমন্ত্রীর ওএসডি একজন বিধায়কের বিরুদ্ধে কোর্টে মামলা করেছেন, এটা স্বাভাবিক অর্থেই বিশ্লেষণ যোগ্য বিষয়।
সম্প্রতি রাজ্য বিধানসভার অধিবেশন সমাপ্ত হয়েছে। বিধানসভা অধিবেশন চলাকালীন শাসক বিরোধী উভয় পক্ষেরই মতামত আদান প্রদান , মত বিভেদ ইত্যাদি তো চলেছেই। তার মধ্যেই মুখ্যমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত ওএসডি কে নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর মন্তব্য করেন রাজ্যের কংগ্রেস দলীয় বিধায়ক তথা দাপুটে নেতা সুদীপ রায় বর্মণ। যিনি এর আগে বিজেপি দলীয় বিধায়ক এবং স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী ও ছিলেন।
প্রসঙ্গত, বিধানসভায় দাঁড়িয়ে সুদীপ রায় বর্মণ পরমানন্দ সরকার ব্যানারজির বিরুদ্ধে সরকারি অর্থ ব্যয় করে সপরিবারে ঘুরতে যাওয়া, সরকারি কাজ থেকে ৪ থেকে ৫% কমিশন নেওয়া ইত্যাদি নানারুপ অভিযোগ করেছেন। সাংবাদিক দের সামনেও এই নিয়ে একই অভিযোগ তুলে ধরেন তিনি।
অভিযোগ এর পরিপ্রেক্ষিতে আদালতে পরমানন্দ সরকার জানিয়েছেন যে উনি সরকারি কাজেই গৌহাটি , কলকাতা তে যান। সঙ্গে অবশ্য পরিবার কেও নিয়ে যান। ২৮ শে আগস্ট তিনি ফিরে আসেন এবং পরে ৭ই সেপ্টেম্বর তিনি পন্ডিচেরি অরবিন্দ আশ্রমে যান। ১১ই সেপ্তেম্বর পুনরায় আগরতলা ফিরে আসেন।এরপরেই বিধায়ক সুদীপ রায় বর্মণের মন্তব্য কে ঘিরে নিজের আপত্তি মামলার আকারে কোর্টে পেশ করেন তিনি। উনার দাবী বিধায়ক সুদীপ রায় বর্মণ তার বিরুদ্ধে যা কিছু অভিযোগ করেছেন সমস্ত তাই মিথ্যে এবং তার পরিপ্রেক্ষিতে মান হানীর মামলা করেছেন তিনি। উনাকে বদনাম করতেই নাকি এই অপ প্রচেষ্টা। আর এই ঘটনাকে ঘিরে সুদীপ রায় বর্মণ সহ মত ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, যার মধ্যে একটি সংবাদ পত্রিকার ট্রাস্ট এর ও নাম রয়েছে। যেখানে এই ভুয়া তথ্য নাকি প্রকাশিত হয়েছিল।

গোটা বিষয় নিয়ে আমরা কংগ্রেস বিধায়ক সুদীপ বাবুর প্রতিক্রিয়া জানতে চেয়েছি। উনার বিরুদ্ধে করা এই মামলার পরিপ্রেক্ষিতে উনার কি মতামত বা রায় সেটা জানার চেষ্টা করেছি। উনি জানিয়েছেন যে কোর্টের নোটিশ বা কোনো কাগজ এখনো উনার হাতে পৌঁছায়নি। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উনি কাগজ পেয়ে গেলেই এই বিষয়ে উনার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন উনি। এবার দেখার বিষয় এটাই যে উনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে উপযুক্ত তথ্য প্রমাণ প্রকাশ করে , মান হানীর যে বিষয়ে উনার বিরুদ্ধে মামলা করা হয়েছে সেই ঘটনা কে আদালত চত্বরে ভুল প্রমানিত করার ক্ষেত্রে সুদীপ বাবু এবং উনার আইনজিবিরা কি ধরণের পদক্ষেপ গ্রহন করেন।

Leave A Reply