CM Manik Saha West Tripura nomination

পরিস্থিতি যেমনই হোক। আনন্দ করা চাই। কিছুটা এমন নীতিতেই বিশ্বাসী ভারতীয় জনতা পার্টি। লোকসভায় টান টান উত্তেজনা নিয়ে জয় লাভ করলেও ব্যান্ড বাজিয়ে মিছিল কিন্তু বন্ধ ছিল না। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দিতে গিয়েও একই অবস্থা। দিকে দিকে বিরোধীরা যেখানে তীব্র আক্রমণের শিকার সেখানে নির্বিঘ্নে নির্দ্বিধায় মনোনয়ন দাখিল করছেন শাসক দল বিজেপি। শুধু নমিনেশান দাখিল নয়, বাদ্য বাজিয়ে উৎসবের আমেজে মিছিল করতে করতে নমিনেশান জমা দিচ্ছেন তারা।
আজ রাজধানীর রাজপথ কাঁপিয়ে মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের আসন গুলিতে মনোনয়ন জমা দিলের বিজেপি মনোনীত প্রার্থীরা। সর্ব সম্মুখে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার, পাপিয়া দত্ত সহ এক ঝাঁক নেতৃত্ব। এছাড়া ছিলেন বিপুল সংখ্যক কর্মী সমর্থক।
তবে সংখ্যাটা অন্য বারের তুলনায় ছিল খানিকটা কম। অন্যবারের মতো ঠাসা জ্যাম ছিল না এবারের মিছিলে। বলা চলে তীব্র গরমে কিংবা তীব্র ক্রোধাগ্নি সঞ্চয় করে বহু তথাকথিত বিজেপি সমর্থক মুখ ঘুড়িয়ে নিচ্ছেন আড়ালে আবডালে। তাই মিছিল কিংবা জনসভায় এখন আর তেমন ভাবে জনসমাগম চোখে পড়ছে না। উপরন্তু রাজ্য ব্যাপি রাজনৈতিক সন্ত্রাস ও সন্ত্রাসের বলি হওয়া মানুষ গুলোর ঘটনা ও বহু মানুষের মনে নাড়া দিয়ে গেছে। যাতে করে ধীরে ধীরে ভরসা হারাচ্ছে শাসক বিজেপি।
তবে শাসন ক্ষমতায় থাকার সুবাদে মনোনয়ন জমা দেবার ক্ষেত্রে তাদের কোনোরূপ বাঁধা বিপত্তি না আসাটাই স্বাভাবিক। আর তাই নির্বিঘ্নে উৎসব করতে করতেই মনোনয়ন জমা দিলেন তারা। এদিকে পঞ্চায়েত নির্বাচন ঘনিয়ে আসতেই বিরোধী শিবির কে নমিনেশান জমা তো দূর ব্লক এর ভেতরেও ঢুকতে দেওয়া হচ্ছে না অভিযোগ উঠে আসছে। তার উপর হামলা হুজ্জুতি তো রয়েছেই।
আগামী ৮ই আগস্ট পঞ্চায়েত নির্বাচন। তার মধ্যে বিরোধীরা মনোনয়ন দাখিলের সুযোগ পাবে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে। এদিকে সুষ্ঠু নির্বাচনের পক্ষে ভাষণ দেওয়া শাসক বিজেপি শিবিরের পক্ষ পাতিত্বের চিত্র ইদানিং কালের বেশ কিছু ঘটনায় স্পষ্ট হয়ে গেছে। আগামী দিনে এই পঞ্চায়েত নির্বাচন বিরোধীদের পক্ষে বিশাল চ্যালেঞ্জের হতে চলেছে বলাটাই স্বাভাবিক। তবে মানুষ যদি সুচারুভাবে ভোট দিতে সক্ষম হয় তবে শাসক বিজেপির যে জয়ের ডঙ্কা বাজার আগেই ফেটে যাবার সম্ভাবনা প্রবল, সেটা লোকসভা নির্বাচন এর প্রসঙ্গ উত্থাপন করলেই অনুমেয়।

Leave A Reply