জালাল খেদমতের দেওয়া মায়ের মূর্তির আরাধনায় ব্রতী গোল্ডেন স্টার

“শুদ্ধ প্রেমের মানুষ যে জন হয় মুখে কথা কোক বা না কোক নয়ন দেখলে চেনা” – লালন ফকিরের এই বিখ্যাত উক্তিটি আজ জালাল মিঞার সম্প্রীতি বজায় রাখার মধ্য দিয়ে ফুটে উঠেছে।
বৃহস্পতিবার ত্রিপুরেশ্বরি মায়ের পূজা। আলোর উৎসব দীপাবলী। উদয়পুর টেপানিয়া স্থিত গোল্ডেন স্টার সংঘের আয়োজিত শ্যামা মায়ের পূজা উপলক্ষে মায়ের মূর্তি প্রদান করলেন জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আশ্রব মিঞা ওরফে জালাল মিঞা। অন্যান্য বছরের ন্যায় এবছরও জালাল মিঞার কাছ থেকে মূর্তি পেয়ে সংঘের সদস্যরা এটাকে সম্প্রীতির বার্তা বলেই মনে করেন। জালাল মিঞাও এই পূজা উপলক্ষে মায়ের মূর্তি দিতে পেরে অত্যন্ত তুষ্টি প্রকাশ করেন। গত কুড়ি বছর ধরে টেপানিয়া রাস্তার মাথায় সংঘের উদ্যোগে হয়ে আসছে শ্যামা মায়ের আরাধনা ও পূজা। প্রতি বছরই কোন না কোন আকর্ষন থাকে সংঘের এই পূজায়।
ধর্ম যার যার উৎসব সবার, এই বিশ্বাস নিয়েই জালাল মিয়া দীর্ঘ বহু বছর যাবত এই দায়িত্ব পালন করে আসছেন। জাত ধর্ম বিচার না করে তিনি সারা বছর সমাজের সকল অংশের সকল ধর্মের মানুষের জন্য বিনা স্বার্থে পাশে দাঁড়ান। সেখানে কে কি বলবেন সেটাকে কখনও পরোয়া করেননি ফাউন্ডেশনের চেয়ারম্যান জালাল মিঞা। তিনি এইটুকু বুঝেন ধর্ম নিয়ে মত বিভেদ থাকলেও সৃষ্টির মালিক একজন। তাই সকল ধর্মকে সমভাবে সন্মান জানানো তার ব্যক্তিগত নৈতিকতার অন্তর্ভূক্ত। জালাল মিঞা বলেন আমাদের পরিচয় একটাই , আমরা মানুষ, আর মানুষ হিসাবে যা করার তা-ই আমি করার চেষ্টা করছি। সমাজের সকল অংশের মানুষের মধ্যে এই বার্তাটি ছড়িয়ে দিয়ে সমাজের অবক্ষয় দূর করে একটা সৃজনশীল সুষ্ঠ সমাজ গড়ে উঠুক এটাই তিনি চান। হিংসা বিদ্বেষ দূর হোক, গড়ে উঠুক সম্প্রীতির মেল বন্ধন। আর এভাবেই সম্প্রীতির ধারাবাহিকতা বয়ে আসুক শ্যামা মায়ের আরাধনার মধ্য দিয়ে। জালাল মিঞা আগামী দিনেও এই ভাবে সম্প্রীতি বজায় রাখার কাজ করে যাবেন।

Leave A Reply