BJP’s protest rally in Agartala

বিরোধী দলের ষড়যন্ত্র, অপপ্রচার, রাজ্যের উন্নয়ন স্তব্ধ করার ন্যক্কারজনক মানসিকতার বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিজেপি। শনিবার এরই প্রতিবাদে রাজপথে  বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় প্রদেশ বিজেপি দলের তরফ থেকে। এদিনের মিছিলটি কৃষ্ণনগর দলীয় কার্যালয়ের সামনে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
এদিনের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য, মন্ত্রী রতন লাল নাথ, বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন প্রদেশ বিজেপি মুখপাত্র রাজীব ভট্টাচার্য্য মিছিলের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, রাজ্যের বিরোধীরা জনগণকে বিভ্রান্ত করার জন্য বিজেপি সরকারের উপর বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ আনছে। এরই প্রতিবাদ করতে আজ মাঠে নামা হয়েছে। বিরোধীরা দাবি করছেন রাজ্য জুড়ে কাজ, খাদ্য, বিদ্যুৎ পরিষেবার সমস্যা রয়েছে। কিন্তু বিজেপি নেতৃত্বাধীন সরকার রাজ্যবাসীর জন্য বিভিন্ন পরিকল্পনা করে যাচ্ছে। মানুষের সুবিধার্তে সবসময় কাজ করে যাচ্ছে।
এদিন তিনি আরও বলেন, এই রাজ্যে কখনো পেট্রোল-ডিজেলের সমস্যা দেখা যায় নি। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে রাজ্যে সংকট দেখা দিয়েছিল। তবে দ্রুততার সঙ্গে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সহায়তায় তা সমস্যা সমাধান করা হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, বিরোধীরা মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তারই যোগ্য জবাব দেয়ার জন্য বিজেপির তরফ থেকে ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে। এই মিছিল থেকে তিনি আরো বলেন, লোকসভা নির্বাচনে বিজেপির জয় সুনিশ্চিত। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি। রাজ্যের দুটি আসনে বিজেপির জয় শুধু সময়ের অপেক্ষা। এরাজ্যে জনজাতিদের জন্য রাজ্য সরকার যথেষ্ট ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। যার কারণে তিপরা মথাও সরকারে শামিল হয়েছে। তারা বুঝে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সহায়তা ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয় এবং জনজাতিদেরও উন্নয়ন হবে না। যার কারণে তারা লোকসভা নির্বাচনের আগেই বিজেপির শরিক হয়েছে। পাশাপাশি এদিন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বিরোধীদের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য দাবি জানিয়েছেন।

BJP's protest rally in Agartala
BJP’s protest rally in Agartala
Leave A Reply