BJP to impose presidential rule in Delhi

                                       

                              দিল্লী তে চালু হতে পারে রাষ্ট্রপতি শাসন?

আম আদমি পার্টি পরিচালিত দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আপ এর প্রধান নেতৃত্ব অরবিন্দ কেজরিওয়াল এর ইডি কর্তৃক মানি লন্ড্রিং এর মামলায় গ্রেফতারির পর থেকে দিল্লী তে হুলুস্থুল পরিস্থিতি শুরু হয়ে গেছে। মিথ্যা মামলায় জড়িয়ে পার্টি কে বদনাম করে দিল্লী তে শাসন কায়েম করতে চাইছে মোদী সরকার , এই অভিযোগ বারবার উঠে এসেছে আপ দলের নেতৃত্বদের পক্ষ থেকে। এই বিষয়ে ইন্ডিয়া জোট মঞ্চের তরফ থেকেও কেন্দ্র সরকার কে তীব্র ধিক্কার জানানো হয়েছে। কিন্তু তাতে কি কোনোও ফারাক পড়েছে কেন্দ্র সরকারের?
মোটেও না। বরং এবার দ্বিগুণ চাপে পড়তে চলেছে আম আদমি পার্টি। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে দিল্লীর মুখ্যমন্ত্রী কে ইডি দ্বারা গ্রেফতার করিয়ে মোটামোটঈ ভাবে পঙ্গু করে দিয়েছে কেন্দ্র বিজেপি। এবার শোনা যাচ্ছে দিল্লী তে রাষ্ট্রপতি শাসন কায়েম এর আদেশ দিতে চলেছে কেন্দ্র। এই বিষয় কে কেন্দ্র করে আপ নেত্রী তথা মন্ত্রী অতীশি শুক্রবার এক প্রেস কনফারেন্স এর মধ্যে দিয়ে অবগত করেছেন।
তিনি বলেন, “ একটি বিশ্বস্ত সুত্রে খবর মিলেছে, দিল্লী তে রাষ্ট্রপতি শাসন চালু করতে চলেছে বিজেপি সরকার। যার বহু ইঙ্গিত পাওয়া গেছে বিগত কিছু দিনে। দিল্লী তে কোনো পুলিশ অফিসারের পোস্টিং হচ্ছে না। কোনো সিনিয়র আইএএস অফিসারের পোস্টিং দিল্লী তে দেওয়া হচ্ছে না। পোস্ট খালি রয়েছে কিছু নিয়োগ দেওয়া হচ্ছে না। এলজি সাহেব এমএইচএ কে নিরন্তর দিল্লী সরকার কে চিঠি লিখছেন নানা অভিযোগ করে“।
তিনি আরও বলেন, “দিল্লী সরকারের অফিসারেরা মডেল কোড অফ কন্ডাক্ট এর অজুহাতে সব ধরণের মিটিং এ অংশ গ্রহন করা বন্ধ করে দিয়েছেন। যতই গুরুত্বপূর্ণ বিষয় হোক, উনাদের দেখা মিলছে না। আমরা দেখেছি একটি ২০ বছর পুরনো মামলা উত্থাপন করে আপ সরকারের নিজস্ব সচিব কে বরখাস্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ দিল্লী তে আপ এর সরকার থাকা সত্বেও ক্ষমতা প্রদর্শন করছে কেন্দ্র। যা স্পষ্টতই বার্তা দিচ্ছে দিল্লীতে রাষ্ট্রপতি শাসন কায়েমের চক্রান্ত চলছে“।
অতীশি উনার বক্তব্যে এদিন বারবার উল্লেখ করেছেন কিভাবে মিথ্যা মামলার দায়ে কেজরিওয়াল কে হাজত বন্দী করা হয়েছে। কিন্তু দিল্লী তে কেজরিওয়াল এর সরকারের জনপ্রিয়তা এবং বিশ্বস্ততা কে টেক্কা দিতে না পেরেই এবার দিল্লী সরকার কে কোণঠাসা করে দেবার নতুন ফন্দি আঁটছে মোদী সরকার। এটা সম্পূর্ণ রূপে আদেশ বিরোধী এবং অসাংবিধানিক বলেও দাবী করছেন আপ নেতৃত্ব। সামনেই লোকসভা নির্বাচন। এমতাবস্থায় দেশের প্রতিটি রাজনৈতিক দল বিশেষ করে ইন্ডিয়া জোট এর অন্তর্ভুক্ত দল গুলিকে আর্থিক এবং রাজনৈতিক দিক থেকে ও কোণঠাসা করে দিতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। ফ্রি এন্ড ফেয়ার ভোট হলে যে দেশ থেকে এই বিজেপি দল মুছে যাবে সেটা তারা ও অনুভব করতে পারছে। আর তাই নান ফন্দি এতে চলেছে।
তিনি বলেন ,বিজেপি সরকার আপ সরকারের দেওয়া প্রতিশ্রুতি গুলি কে ভয় করছে। কেজরিওয়াল দিল্লির প্রত্যেক মহিলাকে প্রতি মাসে ১০০০ টাকা করে দেবার যে প্রতিশ্রুতি করেছেন সেই পরিকল্পনা ভেস্তে দিতে চাইছে কেন্দ্র সরকার। জনকল্যাণ নয়, বিরোধীদের মতে জন বিরোধী এই বিজেপি সরকার। অতীশি এদিন বিজেপি সরকার কে সতর্ক বার্তা দিয়ে বলেন, “দিল্লী তে রাষ্ট্রপতি শাসন চালু করা অসাংবিধানিক,বেয়াইনি এবং দিল্লির জনগণের জন্যে বিপদজনক “ ।
দিল্লির জনগণের আশীর্বাদে কেজরিওয়াল এর সরকার দিল্লী তে প্রতিষ্ঠিত হয়েছে এবং দিল্লির মানুষের স্বার্থে নিরন্তর কাজ করে গেছে। আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে। সুতরাং দিল্লী তে রাষ্ট্রপতি শাসন চালু করার ভুল যেন না করেন বিজেপি সরকার।

Leave A Reply