BJP & TIPRA MWATHA visiting hills

আগরতলা ১৪ মে, অষ্টাদশ লোকসভার ভোট পর্ব এখনও শেষ হয়নি। রাজ্যের দুটি আসনের নির্বাচন শেষ হলেও বসে নেই শাসকদল বিজেপি এবং তাদের জোট সঙ্গী তিপরা মথা। পাহাড় চষে বেড়াচ্ছে মথার নেতাকর্মীরা। লক্ষ্য ভিলেজ ভোটের মাধ্যমে ভিলেজ গুলিকে ধরে রাখা। পাশাপাশি লোকসভায় দলের প্রার্থীর জয়ের ব্যবধান কতটা হবে,প্রায় প্রতিদিন শাসকদলের জেলা অফিসে বিষয়টা নিয়ে চলছে চুল চেরা বিশ্লেষণ। যে ফলাফল দেখে শাসক দল ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দৌড়ে মাঠে নামবেন। জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি কিংবা গ্রাম পঞ্চায়েত গুলিতে সম্ভাব্য প্রার্থী কাদের করা যায়, এলাকায় কাদের কেমন জনভিত্তি আছে, বিগত পাঁচ বছরে গ্রামগুলির জন্য কতটা প্রতিশ্রুতি পূর্ণ করা হয়েছে। সেই বিষয়গুলি নিয়ে আলোচনা চলছে প্রায় প্রতিদিন। জানা গেছে ত্রিস্তর পঞ্চায়েতে এবার বহু প্রার্থীর বদল ঘটাতে চলেছে শাসকদল বিজেপি। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত গুলির বিগত বছরের বেশিরভাগ ক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে আসা প্রার্থীদের অনেকেই এবার টিকেট পাচ্ছেন না। এমনটাই আভাস পাওয়া গেছে শাসক দলীয় সূত্রে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে দুইয়ের অধিক নাম ইতিমধ্যেই জেলা এবং মন্ডলস্তরের নেতৃত্বরা তুলে এনেছেন। যা অত্যন্ত গোপন ভাবে চলছে বাছাই পর্ব। অন্যদিকে জেলা পরিষদ এলাকায় ভিলেজ ভোটের দাবি জানিয়ে এমনকি আদালতের নির্দেশ থাকার পরও তিপরা মথার দাবিকে নসাৎ করে দিয়েছে পঞ্চায়েত নির্বাচন দপ্তর তথা বকলমে রাজ্য সরকার। তবে এবার লোকসভার নির্বাচনকে সামনে রেখে বিজেপি এবং মথা এক মঞ্চে আসায়,আশা করা যাচ্ছে ত্রিস্তরের সাথে ভিলেজ ভোটও করানো হয়ে যেতে পারে। যা হতে পারে জোট ধর্ম বজায় রেখে। এই বিষয়ে তিপ্রা মথার আমবাসা ব্লক সভাপতি প্রেমলাল মলসম বলেন,যখনই নির্বাচন হবে হোক। আমরা সম্পূর্ণ তৈরি রয়েছি। আমবাসা ব্লকের এলাকায় ১৫ টি ভিলেজ কমিটি আছে। আমরা সবগুলিতেই জয়ী হব। কোন দলই আমাদেরকে হারাতে পারবেনা। এক প্রশ্নের উত্তরে প্রেমলাল বলেন,জোটধর্ম বজায় রেখে জোটবদ্ধ ভাবে ভিলেজ নির্বাচনের লড়াই হবে কিনা সেটা সেন্ট্রাল কমিটি ঠিক করবে। সেন্ট্রাল কমিটি যা সিদ্ধান্ত নেবে সেভাবেই কাজ হবে। প্রেমলাল বলেন,বিগত সিপিআইএমের সময়েও আমরা বিরোধী দলে দাঁড়িয়ে পাঁচ থেকে ছয়টি ভিলেজ দখলে রেখেছি। তাই জোট হোক বা না হোক আমরা ভিলেজ এলাকায় এগিয়ে রয়েছি। বাকিটা সেন্ট্রাল কমিটিই দেখবে এবং সিদ্ধান্ত নেবে। সেভাবেই আমরা কাজ করব।

 

সিপিএমের মিছিল

Leave A Reply