B.K road truck accident

মূল সড়কের পাশে থাকা দালান বাড়িতে নিয়ন্ত্রন হাড়িয়ে ঢুকে পড়লো বিশালকায় ট্রিপার লরি। ঘটনা রবিবার ভোর আনুমানিক ৫টা নাগাদ রাজধানী আগরতলার বি কে রোড এলাকায়।
জানা যায় , ৯ বনমালীপুর স্থিত বি কে রোড এর স্থায়ী বাসিন্দা নীবির দেব এর স্ত্রী সকালে হঠাৎ একটি বিকট শব্দের আওয়াজ পেয়ে তড়িঘড়ি ঘর থেকে বেড়িয়ে দেখেন একটি বালি পাথর বোঝাই কারী লরি সজোরে উনার বাড়ির বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ভেতরের দিকে ঠেলে ঢুকে পড়েছে। তৎক্ষণাৎ তিনি এবং বাড়ির কর্তা বাইরে বেড়িয়ে আসেন এবং আশাপাশের লোকজন ছুটে আসেন। গাড়িতে থাকা চালক কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে সে বলে যে তার ঘুম পাচ্ছিল তাই ঘুমের ঘোরে কিছু না দেখতে পেয়ে ভুল বশত গাড়ি টির নিয়ন্ত্রন হাড়িয়ে যায়। কিন্তু পরক্ষনেই সে শিকার করে নেয় যে সে মদমত্ত অবস্থায় ছিল।
ঘটনার খবর যায় পূর্ব আগরতলা থানায়। তৎক্ষণাৎ থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছে গাড়ি সমেত চালক কে আটক করে থানায় নিয়ে যান। এদিকে গাড়িটি নিবিড় দেব এর বাড়ির বাউন্ডারি ওয়ালের পাশাপাশি ভেতরে থাকা একটি সুজুকি মডেলের গাড়িকেও আঘাত করেছে। যাতে করে এদিন ক্ষতি গ্রস্থদের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেই জানিয়েছেন তারা।
এদিকে গোটা ঘটনা নিয়ে লরির মাল্লিকের পক্ষ থেকে কোনো সদুত্তর দেওয়া হয়নি। তবে এই ক্ষতিপূরণের জন্যে অবশ্যই দাবী রাখবেন ক্ষতি গ্রস্থরা এমনটাই জানিয়েছেন তারা।
তবে শহরাঞ্চলের একেবারে প্রপার এরিয়া তেও যে মানুষের জীবন সুরক্ষিত নয় আজকের এই ঘটনা তার প্রমাণ। বাড়ির কর্ত্রী জানান, আর অল্প কিছুটা হলেও তাদের প্রাণ পাত হবার জোর সম্ভাবনা ছিল। কেননা লরি টি বেশ সজোরেই ধেয়ে এসেছিল তাদের বাড়ির ভেতরের দিকে। এমতাবস্থায় এধরণের লরি চালকদের মদমত্ত অবস্থায় গাড়ি চালানোর উপর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া একান্ত গুরত্বপূর্ণ বিষয় বলেই মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।

Leave A Reply