Ambassa road blockage
আমবাসা শহরের উপর থাকা দুটি অতি ব্যস্ততম রাস্তা কাটা নিয়ে শুরু হয়েছে ঝামেলা। মহকুমা নির্বাচন আধিকারিক তথা মহকুমা শাসক এবং আমবাসা পুর পরিষদের বিনা অনুমতিতে আমবাসার অতিব্যস্ততম দুটি রাস্তায় শুরু হয়েছে মাটি কাটা এবং ড্রেন করা। ন্যাশনাল পাওয়ার গ্রিড থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক পরিবাহি তার টানা হচ্ছে মাটির নিচ দিয়ে। আমবাসা পূর্ত দপ্তর থেকে রাস্তা কাটার অনুমতি নিলেও পুর এলাকা বা মহকুমা এলাকা হওয়ায় দুটি গুরুত্বপূর্ণ দপ্তরের অনুমতি না নিয়েই মাটি কাটার কাজটি শুরু করে পাওয়ার গ্রিডের শ্রমিকরা। এখানে মূল সমস্যা হচ্ছে যে কোন সময় বৃষ্টি হলেই দুটি ব্যস্ততম রাস্তায় গাড়ি চলাচল মুখ থুবড়ে পড়বে। বর্তমানে ধুলো বালির সমস্যায় নিমজ্জিত হয়েছে দুটি রাস্তার পাশে থাকা বিভিন্ন দোকানে এবং বাড়িঘরগুলো। দুটি রাস্তার একটিতে রয়েছে লোকসভা নির্বাচনের ষ্ট্রংরুম এবং গণনা কেন্দ্রটিও। আমবাসা পুর পরিষদের সিইও তথা আমবাসা মহকুমা শাসক সঞ্জীত দেববর্মার বক্তব্য,বিষয়টি সম্পর্কে আমাকে জানানো হয়নি। জানালেও এই মুহূর্তে কাজটি করার ছাড়পত্র বা অনুমতি দেওয়া হতো না। পুর চেয়ারম্যান গোপাল সুত্রধর বলেন আমি এই বিষয়ে কিছুই জানিনা। রাস্তা কাটা নিয়ে আমবাসার ব্যস্ততম রাস্তা থানা রোডের পাশে যে দোকান ঘরগুলি রয়েছে তাদেরও দাবি এবং আপত্তি, অতিসত্বর রাস্তা মেরামত করা হোক। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে যে কোন সময় ঝড়-বৃষ্টি হলেই দুটি রাস্তাই চলাচলের অনুপযুক্ত হয়ে উঠবে। তবে আমবাসা পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ভৃগু দেববর্মা বলেন,আমাদের নিকট থেকে পাওয়ার গ্রিড অনুমতি নিয়েছে এবং প্রয়োজনীয় টাকাও জমা করেছে রাস্তাটি মেরামতির জন্য। পাওয়ার গ্রিডের লাইন টানা শেষ হওয়ার পরই আমরা দুটি রাস্তার কাজ করে দেব। এদিকে দুটি রাস্তায় চলাচলকারী শত শত লোকের বক্তব্য,এই সময়ে রাস্তাটিকে না কেটে ঝড় বৃষ্টির পর করলে ভালো হতো। ঝড় বৃষ্টির পূর্বে রাস্তাটিকে সারাই করা না হলে যে সমস্যা তৈরি হবে সেটা বলার অপেক্ষা থাকে না। চার জুন লোকসভা ভোটের গণনার পূর্বেই রাস্তা দুটিকে মেরামত করে দেওয়ার দাবি জানাচ্ছেন সুভাষপল্লী শান্তিপাড়া বনকুমারি বিবেকানন্দ নগরের জনগণ। এখন দেখার আমবাসা পূর্ত দপ্তর রাস্তা দুটির মেরামতিতে কতটা উদ্যোগ গ্রহণ করেন। অন্যথায় চারটি পাড়ার লোক রাস্তায় নামার সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছেন বলেও জানা গেছে।