. Bollywood star Salman Khan এর পর এবার মৃত্যুর হুমকি এলো Bollywood Badshah SRK এর কাছে

Bollywood star Salman Khan এর পর এবার মৃত্যুর হুমকি এলো Bollywood Badshah SRK এর কাছে

একের পর এক খুনের হুমকি আসছে বলিউড তারকাদের নামে। সম্প্রতি লরেন্স বিষনোই গ্যাং সলমন খান কে মৃত্যুর হুমকি দিয়ে সামাজিক মাধ্যমে লিখেছিল। এবার ডেথ থ্রেড এলো বলিউড বাদশাহ শাহ রুখ খানের নামে।
শাহ্ রুখের নিরাপত্তার খাটিয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে সিকিউরিটি। ওয়াই প্লাস সিকিউরিটির আন্ডারে আছেন তিনি। প্রাণের হুমকি পাওয়ার পর এবার নিজের জন্মদিনে ও মন্নতের বারান্দায় আসেননি বাদশাহ।
জানা যায়, মুম্বাই পুলিশের কাছে একটি উড়ো ফোন যোগে এসআরকে (SRK) কে মারার হুমকি আসে। ৫০ লক্ষ টাকার দাবী জানানো হয়, অন্যথা শাহ্ রুখ কে মেড়ে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। সেই ফোন নম্বর এর লোকেশান ট্রেস করে জানা যায় এটি ছত্তিসগড়ে কোনো এক জায়গার নম্বর। অনুসন্ধিৎসু মুম্বাই পুলিশ পৌছায় ছত্তিসগড়ে। সেখানে গিয়ে ফয়জান খান নামের এক ব্যক্তির বাড়ি পৌছায় পুলিশ। এই ফয়জানের ফোন থেকেই কল যায় মুম্বাই পুলিশ কে। তাকে জিজ্ঞাসাবাদ চালালে সে বিষয়টি অস্বীকার করে এবং জানায় যে তার মোবাইল টি কিছুদিন আগেই চুরি গেছে আর এই নিয়ে স্থানীয় থানায় সে একটি জিডি এন্ট্রি ও করিয়েছে। যদিও তার এই বানানো গল্পে কর্ণপাত করেনি মুম্বাই পুলিশ।
জানা গেছে, এই ফয়জান খান পেশায় একজন উকিল। এর আগেও বান্দ্রা থানায় শাহ্ রুখের নামে মামলা করেছিল এই ফয়জান এমনটা ও খবর সামনে এসেছে। ১৯৯৩ সালে “আনজাম “ সিনেমায় একটি হরিন মারার দৃশ্য কে ঘিরেই আপত্তি প্রকাশ করে মামলা করেছিল ফয়জান। সূত্র মিলিয়ে এবার এই খুনের হুমকির পেছনে সেই রয়েছে বলে অনুমান করছে পুলিশ। যদিও তদন্ত চলছে। আপাতত এক ফৌজদারি মামলায় গ্রেফতার করা হয়েছে ফয়জান কে।

Leave A Reply