. ABVP protest in Agartala

ABVP protest in Agartala

বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি বর্তমানে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। পার্শ্ববর্তী দেশ হিসেবে এবং হিন্দু রাষ্ট্র হিসেবে সব চাইতে বেশি প্রভাব পড়তে শুরু করেছে ভারতীয় নাগরিক দের মধ্যে। ছাত্র আন্দোলন থেকে শুরু হয়ে বর্তমানে রাজনৈতিক এবং ধর্মীয় আন্দোলনে রুপান্তরিত হয়েছে । যার প্রভাব পড়ছে সরাসরি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ দের উপর।
বিগত ৫ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকে নিরন্তর হিন্দু পরিবার গুলোর বাড়িঘর ভাংচুর, অগ্নি সংযোগ, মারধোর, খুন, অপহরন ইত্যাদি নেক্কার জনক ঘটনা ঘটেছে। এদিকে অন্তর্বর্তী কালীন সরকার গঠিত হবার আগে কিংবা পরে ও পরিস্থিতি একই রয়ে গেছে। বাংলাদেশের মৌলবাদী ও জিহাদি কিছু সংগঠন মিলে এধরণের দুষ্কর্ম চালিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনি তাদের নিয়ন্ত্রনে আনতে পুরোপুরি ভাবে ব্যর্থ বলেই প্রমাণ করেছে।
তাই এবার বাংলাদেশ এর গোটা পরিস্থিতি নিয়ে আন্দোলন শুরু করেছেন ভারতের হিন্দু সংগঠন ও হিন্দু আম জনতা। রাজধানীর বুকে গতকাল আম জনতা প্রতিবাদে সরব হয়েছিলেন। আজ ত্রিপুরা বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে বাংলাদেশের হিন্দু ছাত্র ছাত্রী, হিন্দু মানুষ জনদের নিরাপত্তা প্রদানের দাবী তে সরব হয়েছেন তারা। এক বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ছাত্রেরা।
উল্লেখ্য, বাংলাদেশের ছাত্র লীগ কোটা আন্দোলন শুরু করেছিল। পরবর্তী সময় তাদের দাবী ক্রমশই বাড়তে থাকে। এক সময় শেখ হাসিনার পদত্যাগ ও হাসিনা সরকারের পতন ই হয়ে দারায় তাদের মূল দাবী। আর তা পূরণ হতেই অগ্নি গর্ভে পরিণত হয় বাংলাদেশ।
গনভবন লুটপাট , হাসিনার অন্তর্বাস নিয়ে নোংরামো , জিনিস চুরি, হিন্দু বাড়ি ঘরে হাত সাফাই সব ধরণের নেক্কার জনক ঘটনা ঘটায় কিছু মৌলবাদী ও জিহাদি সংগঠন। অন্তর্বর্তী কালীন সরকার সদ্য গঠিত হবার পর যদিও বলা হয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘু দের নিরাপত্তা প্রদান করা হবে। শান্তি কায়েম করা হবে। কিন্তু এখনো পর্যন্ত তার কোনো চেষ্টা চোখে পড়েনি। এদিকে বাংলাদেশের এই আন্দোলন যে ক্রমশই ভারত বিদ্বেষী আন্দোলনের ও ইঙ্গিত বহন করেছে তা বুঝতে ও খুব একটা সমস্যা হচ্ছে না কারোরই। যার কারণে কিছুটা দুশ্চিন্তায় পড়তে হতে পারে ভারত সরকার কে ও। তবে হিন্দুদের রক্ষার্থে ভারতেও শক্তি সঞ্চিত হচ্ছে। তার প্রমাণ দিচ্ছে ভারতীয় সংখ্যা গরিষ্ঠ হিন্দুরা।

Leave A Reply