Abhishek Aishwarya reunited
গুজব রটানোদের মুখে চুন কালি, অভিষেক ঐশ্বর্যার মাঝে নেই কোনো দুরত্ব নিশ্চিত করলেন নিজেরাই
বিবাহ বিচ্ছেদ হচ্ছে অভি-এশ এর । বেশ মাস খানেক এর ও বেশি সময় যাবত গোটা নেট দুনিয়া জুড়ে চলছিল এই গুঞ্জন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়া চ্যানেল সকলে যেন উঠে পরে লেগেছিল তারকা জুটির পেছনে। অবশেষে সমস্ত রটনা কে ভুল প্রমানিত করেছেন এই তারকা জুটি। কোনো ধরণের বিচ্ছেদ হচ্ছে না তাদের মধ্যে। উল্টে অভিনেত্রী তথা স্ত্রী এশ এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জুনিয়র বচ্চন।
২০২২ এ মুক্তি পাওয়া দশবি ছবির অভিনেত্রী নিম্রিত করের সাথে জড়িয়ে নানা কু মন্তব্য করা হয়েছে চারিদিকে অভিষেক কে নিয়ে। এই নিয়ে যদিও প্রতিক্রিয়া দেন নি তিনি। সরাসরি বিবাহ বিচ্ছেদ নিয়ে আসলে কিছুই বলেন নি তিনি। নিজের পরবর্তী ছবির প্রস্তুতি তে ব্যস্ত ছিলেন জুনিয়র বচ্চন। “আই ওয়ান্ট টু টক “ ছবিতে কাজ করছিলেন তিনি। অর্জুন সেন বলে এক বাবার ভূমিকায় অভিনয় করেছেন। এই ছবির প্রসঙ্গে দ্যা হিন্দু কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক তার কাজে মনোনিবেশ করার কৃতিত্ব সোপে দিয়েছেন স্ত্রীর হাতে।
তিনি বলেন, বাড়িতে আরাধ্যার পাশে ঐশ্বর্যা আছেন বলেই তিনি কাজে মনোনিবেশ করতে পারেন। তাই ঐশ্বর্যার প্রতি কৃতজ্ঞ তিনি। এর থেকে নেটিজেনদের কাছে স্পষ্ট বার্তা দিয়েছেন অভিষেক যে তারা দুজনেই এখনো এক সাথে আছেন এবং মেয়ে আরাধ্যা কে নিয়ে খুব ভালো আছেন। ঐশ্বর্যার মতো স্ত্রী পেয়ে নিজেকে ভাগ্যবান ও মনে করেন অভিষেক এমনটাও স্পষ্ট বলেন তিনি।
এই উক্তি যেন তুমুল সমালোচনা কারী নেটিজেনদের মুখে একটা জবরদস্ত থাপ্পর ছিল। যারাই এই তারকা জুটি কে নিয়ে নানান সময় নানা ভাবে অশ্লীল মিম বানিয়েছেন কিংবা তাদের কে ডিফেম করতে চেয়েছেন , আশা করা যায় এবার তারা কিছুটা লজ্জিত হবেন এবং এধরণের অপপ্রচার বন্ধ করবেন।