কোনো মতেই থামছে না রাজ্যে অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশ

রোজনামচায় পরিনত ত্রিপুরা রাজ্যে বাংলাদেশীদের অবৈধ অনুপ্রবেশ। স্থানীয় কিছু টাউট এবং সন্দেহমূলক ভাবে সীমান্তে বিএসএফের গাফিলতি ও ত্রিপুরার বেশ কিছু সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকার মতো বিষয় গুলি কে হাতিয়ার করে যখন তখন রাজ্যে ঢুকে পড়ছে বাংলাদেশীরা। আবারো রাজধানীর স্টেশন থেকে আটক দুই বাংলাদেশী।
আগরতলা রেল স্টেশন থেকে গোপন খবরের ভিত্তিতে ২ জন বাংলাদেশী নাগরিক কে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন মহিলা (রুমা বেগম, বয়স ২৫) এবং একজন পুরুষ (মোহাম্মদ জালাল আওলাদার, বয়স ৪০) কে আটক করা হয়েছে। তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং ট্রেনে করে বহিরাজ্যে যাওয়ার পরিকল্পনা করে। কিন্তু গোপন সূত্র মারফত এই খবর রেল পুলিশের কাছে পৌছা মাত্রই তারা তড়িঘড়ি করে উক্ত দুই বাংলাদেশী কে আটক করে।
এই অভিযানে সহায়তা করে আগরতলা জিআরপি, বিএসএফ এবং আগরতলা আরপিএফ। আটক ব্যক্তিদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে আগরতলা জিআরপি থানায়। এই ঘটনার সঙ্গে আরও কিছু ব্যক্তির গ্রেফতার হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

এদিকে আটক দম্পতির বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলায় বলে জানা গেছে। এই ঘটনায় আগরতলা জিআরপি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এদিন তাদের মহামান্য আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন জিআরপি থানার ওসি তাপস দাস।

Leave A Reply