5 drug paddler caught by East PS
গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থানার ওসি সনজিৎ সেনের নেতৃত্বে আগরতলার শিবনগর ও কল্যানী এলাকায় অভিযানে ১৬ গ্রাম ব্রাউন সুগার সহ ৫ জন মাদক কারবারি আটক। তাদের কাছ থেকে একটি স্কুটি ও বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক আশি হাজার টাকা হবে বলে জানান পূর্ব থানার ওসি সনজিৎ সেন।
আগরতলার পূর্ব থানায় ওসি সনজিৎ সেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে এমবিবি কলেজের পার্শ্ববতী এলাকায় কিছু যুবক বিভিন্ন ধরনের মাদক সামগ্রী বিক্রি করছে। সেই খবরের ভিত্তিতে শিবনগর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে আগরতলা পূর্ব থানার পুলিশ। অভিযানে সন্দেহভাজন ৩ জনকে আটক করে পুলিশ।ওইখানে একটি স্কুটিও দাঁড় করনো ছিল। আটক হওয়া মাদক কারবারীদের তল্লাশি নেওয়া হলে তাদের কাছ থেকে ১৬ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। পাশাপাশি কল্যানী এলাকা থেকে আরো দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দুইটি মোবাইল ও নগদ ১২০০ টাকা উদ্ধার করা হয়েছে।তিনি আরো জানিয়েছেন, ধৃতরা হল, বিশ্বজিৎ নমঃ, জুয়েল মিঞা, সুজিত সাহা, লিটন দাস এবং ভিকি তাঁতি। তারা কলেজটিলার সংলগ্ন এলাকায় নেশা সামগ্রী বিক্রয় করে। তাদের বিরুদ্ধে এনডিপিএস মামলা নথিভুক্ত করা হয়েছে। রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার তাদেরকে আদালতে তোলা হয়। তাছাড়া, জুয়েল মিঞার কাছ থেকে আরেক নেশাকারবারির নাম জানা গিয়েছে। অতিসত্বর স্কুটি চালক ও নেশাকারবারিরকে আটক করা হবে বলে জানান তিনি।