Vijay Tamnnah to get married
বিয়ের প্রস্তুতি তুঙ্গে , স্বপ্নের বাড়ি খুঁজতে ব্যস্ত তারকা যুগল
বলিউড এর অনন্য জুটি তথা বর্তমানে বহুল প্রচলিত সেলিব কাপল এর মধ্যে শীর্ষে রয়েছে তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা। বেশ অনেকটা সময় যাবত ই চলছে দুজনের প্রনয়ের সম্পর্ক। কেউই তবে এই নিয়ে সরাসরি প্রকাশ্যে কিছু জানানি। কিন্তু ইদানিং দুজন কে এক সঙ্গে বহুবার ক্যামেরা বন্দী করেছে পেপারাজি। পার্টি, রেস্তোরাঁ , অনুষ্ঠান বহু জায়গায় দেখা গেছে এই জুটি কে। আর তাতেই দুজনের এক সাথে হওয়া স্পষ্ট ভাবে বোঝা যায়। অবশেষে যদিও দুজনে এই সম্পর্কের কথা স্বীকার করেছেন।
এবার দুজনের বিবাহের প্রস্তুতি চলছে বলে খবর উঠে আসছে। আর তাই এবার বিয়ের পর দুজনে বাকি জীবন একসাথে কাটাতে খুঁজে বেরাচ্ছেন তাদের জন্যে স্বপ্নের বাড়ি। মুম্বাই এর প্রাণকেন্দ্রে উভয়েই বাড়ি কেনার জন্যে নিজেদের পছন্দ সই বাড়ির খোঁজ চালিয়েছেন।
বিবাহের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে বলে ও শোনা যাচ্ছে। আগামী ২০২৫ এই বিয়ে করতে চলেছেন তামান্না বিজয়। দুই পরিবারের পক্ষ থেকেও বিয়ে নিয়ে তুমুল প্রস্তুতি চলছে। এবার মুম্বাই এ বাড়ি কিনে নিলেই একটা বিরাট দুশ্চিন্তা থেকে মুক্ত দুজনেই। কিছুদিন আগেও শোনা যায় যে দুজনের বিয়ে নিয়ে বাড়ি থেকেও অনেক চাপ দেওয়া হচ্ছিলো। তাই এবার নিশ্চিত ভাবেই বিয়ের যাবতীয় আয়োজন একে একে সেরে ফেলার তাগিদ লেগেছে দুজনেরই।