খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 15 June 2025 - 10:51 AM
রবিবার, ১৫ জুন ২০২৫ - ১০:৫১ পূর্বাহ্ণ

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে তিন দিনের মেলার সূচনা মুখ্যমন্ত্রীর হাত ধরে

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে তিন দিনের মেলার সূচনা মুখ্যমন্ত্রীর হাত ধরে
0 minute read

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে তিন দিনের মেলার সূচনা মুখ্যমন্ত্রীর হাত ধরে

চিরাচরিত প্রথা অনুযায়ী এ বছরেও দীপাবলি উৎসবকে কেন্দ্র করে সেজে উঠেছে ত্রিপুরা রাজ্যের অন্যতম পর্যটন স্থল তথা সতীর ৫১ পীঠের এক পীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। দীর্ঘকাল যাবত দীপাবলি উৎসবের দিনে মায়ের মন্দির কে সাজিয়ে তোলা হয় নানা রকমের ফুল এবং আলো দিয়ে। তার সাথে মাকে সুশোভিত গহনা এবং ফুলের মালা ও নতুন বস্ত্র পরিয়ে সাজিয়ে তোলা হয়। তিন দিনব্যাপী চলে। পূজার জনার পাশাপাশি মেলা। এবারে ও একইভাবে মেলার আয়োজন হয়েছে মন্দির প্রাঙ্গনে। আর বৃহস্পতিবার সন্ধ্যায় পূজার্চনা এবং তিন দিনব্যাপী মেলার শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।
এদিন উদয়পুর ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে তিন দিনব্যাপী দীপাবলি উৎসব ২০২৪ ও মেলার আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করেন তিনি। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা এই তিনদিন ব্যাপী উৎসবের শুভারম্ভ করলেন। সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং একাধিক বিধায়কগণ। আনুষ্ঠানিক উদ্বোধন এর পাশাপাশি মায়ের মন্দিরে মাথা ঠেকিয়ে মায়ের আশীর্বাদ নিলেন সকলেই। পরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্দির চতুর এবং মেলা প্রাঙ্গণ ঘুরে দেখলেন। তিন দিনব্যাপী আলোর উৎসব দীপাবলি উদযাপনের পাশাপাশি রাজ্যবাসীর জীবন থেকে যেন সমস্ত আধার কেটে যায় সেই প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।

ভিডিও