Shreya Ghoshal coming to Agartala

আগরতলায় প্রথম বারের মতো আসছেন শ্রেয়া ঘোষাল, আস্তাবল ময়দানে ডিসেম্বরেই হতে চলেছে শ্রেয়ার সুরে উত্তাল অনুষ্ঠান

“আগরতলায় আসছেন শ্রেয়া ঘোষাল” – সম্প্রতি বেশ কয়েক দিন যাবত এই নিয়ে সামাজিক মাধ্যমে বহু পোস্ট ভাইরাল হয়েছে। দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল আগরতলায় আসবেন ! স্বাভাবিক ভাবেই তা ঝট করে মেনে নিতে পারেন নি অনেকেই। যদিও এর আগে বহু সঙ্গীত শিল্পীরা এসছেন রাজ্যে। সনু নিগম, কুমার শানু, পলক মুচ্চল এর শো হয়েছে এই আস্তাবল ময়দানে। কিন্তু শ্রেয়া ঘোষাল এর আগমন এর বিষয় টা অনেকটাই অপ্রত্যাশিত এই রাজ্য বাসীর কাছে। এর আগেও যারা এসছেন তারা প্রত্যেকেই কোনো না কোনো সরকারি অনুষ্ঠানে রাজ্য সরকারের আমন্ত্রণ পেয়েই এসেছিলেন। কিন্তু শ্রেয়ার আগমন নিয়ে তেমন কোনো বিজ্ঞপ্তি জারি না হওয়ার কারণে ও এই খবর কে বিশ্বাস করতে নারাজ হয়েছেন অনেকেই। কিন্তু এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বাস্তবেই রাজ্যে আসছেন শ্রেয়া।
আগামী ১৪ই ডিসেম্বর আস্তাবল তথা বিবেকানন্দ ময়দানে উনার অনুষ্ঠান।

Shreya Ghoshal coming to Agartala
মূলত রাজ্যের পর্যটন দপ্তর প্রোমো ফেস্ট ২০২৪ নামে একটি নতুন আয়োজন শুরু করতে যাচ্ছে এবার থেকে। সেই ঘোষণা দিতেই আজ সরকারি আবাসনে একটি সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী ও দপ্তরের আধিকারিকেরা। তখনই এই সংক্রান্ত কর্মসূচী গুলো বিষদে জানিয়েছেন তিনি।ততসঙ্গে শ্রেয়া ঘোষাল এর আগমনের খবরে ও শিলমোহর লাগিয়েছেন তিনি। আগামী সোমবারের মধ্যে শ্রেয়া ঘোষালের অফিশিয়াল একটি ভিডিও বার্তা সাংবাদিক দের মাধ্যমে সমস্ত রাজ্য বাসীর কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Leave A Reply