শারদ সম্মান ২০২৪
খবরে প্রতিবাদ এবং প্রাইম ২৪ ত্রিপুরার পক্ষ থেকে ২০২৪ সালের শারদোৎসব উপলক্ষ্যে এক শারদ সম্মানের আয়োজন করা হয়। এই শারদ সম্মানের মাধ্যমে শহরের বিভিন্ন ক্লাবের পুজোকে এই বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হয়েছে।
বিভাগগুলোর মধ্য দিয়ে সেরা প্রতিমা, সেরা আলোকসজ্জা, সেরা থিম, সেরা মণ্ডপ এবং শহরতলীর সেরা পূজা হিসেবে ক্লাবগুলিকে
মনোনীত করা হয়েছে।
সেরা প্রতিমায় প্রথম হয়েছে মুক্তি সংঘ, দ্বিতীয় দেশ বন্ধু ক্লাব, তৃতীয় হয়েছে ভারত রত্ন সংঘ।
সেরা আলোক সজ্জায় প্রথম হয়েছে ফ্লাওয়ারস ক্লাব, দ্বিতীয় দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব, তৃতীয় এগিয়ে চলো সংঘ।
সেরা থিমে প্রথমের তালিকায় রয়েছে মহান ক্লাব, দ্বিতীয় যুব সমাজ, অরুনুদয় সংঘ।
সেরা প্যান্ডেল বা মণ্ডপের তালিকায় শারদ সম্মানে প্রথম হয়েছে রাম ঠাকুর সংঘ, দ্বিতীয় সংহতি ক্লাব, তৃতীয় শতদল ক্লাব।
শহর তলির সেরা পূজার তালিকায় প্রথম স্থানে রানির বাজার স্থিত রয়্যাল ক্লাব, দ্বিতীয় আপন জন ক্লাব, তৃতীয় স্থানে পুরস্কৃত করা হয়েছে কস মস ক্লাব।
সেরা থিম, আলোকসজ্জায় অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন পুজো উদ্যোক্তারা শারদোৎসবকে আনন্দমুখর তুলেছিল।