Shantana Chakma go back

নিজ বিধানসভা কেন্দ্রে “গো ব্যাক” শ্লোগানে তিরস্কার হলেন মন্ত্রী সান্তনা চাকমা, ক্ষোভ প্রকাশ করলেন আম ভোটার

জনরোষের মুখে এবার রাজ্য মন্ত্রীসভার এক মন্ত্রী। গ্রামে পৌছাতেই শ্লোগান উঠলো গো ব্যাক। রাজ্যে বিজেপি সরকার পরিচালিত মন্ত্রীসভার একের পর এক মন্ত্রীকে তারা করছে আম জনতা। এবার সেই ক্ষোভের বহি প্রকাশ দেখা গেল পেচারথল বিধান্সভার অন্তর্ভুক্ত জম্পুই হিলে।

জম্পুই হিলে জনরোষের মুখে মন্ত্রী সান্তনা চাক্মা। বিজেপি শাসিত ত্রিপুরায় দ্বিতীয় মানিক সাহার আমলে দ্বিতীয় বারের মত ভোটে জয়লাভ করেছেন সান্তনা চাকমা। স্থান পেয়েছেন মন্ত্রী সভা তেও। কিন্তু মন্ত্রিত্ব পেয়েও নিজ বিধানসভা এলাকার মানুশের উন্নয়নের স্বার্থে কতটা কি করে উঠতে পারলেন তিনি? তার বাস্তব চিত্র একেবারে দিনের আলোর মত ফুটে উঠলো এদিন। বিস্তারিত আলোচনার আগে দেখুন একটি ভিডিও –

ভিডিও তে এক দল আম জনতা শ্লোগান দিচ্ছেন , শান্তনা চাকমা গো ব্যাক। দেখা যাচ্ছে তাদের এক হাতে রয়েছে জলের কলসি, বালতি। পাহারে জলের সমস্যা একটা দীর্ঘজীবী সমস্যা। যার সমাধানের খোজ চলছে বহু আগে থেকেই। পূর্বতন সরকারের আমলে ও পাহারের বেশ কিছু কিছু জায়গায় এই জল সমস্যা সমাধানের ব্যবস্থা করলে ও তা পর্যাপ্ত ছিল না। বর্তমান সরকার আসার পর জল জীবন মিশণ এর দৌলতে রাজ্যের প্রত্যন্ত এলাকা গুলিতে এই সমস্যা লাঘব করা গেলেও , পাহারে আজো এই সমস্যা বয়ে বেরাচ্ছেন সেখানকার বাসিন্দারা। জম্পুই হিল রাজ্যের অন্যতম সুউচ্চ পাহারি এলাকা। যেখানে প্রায় প্রতিদিনই জল নিয়ে ভোগান্তির স্বিকার হতে হয়। মন্ত্রী সান্তনা চাকমার এলাকায় এই সমস্যা রয়েছে জেনেও মন্ত্রী আজো তার একটা স্থায়ি সমাধান দিতে ব্যর্থ। তাই জম্পুই হিল এর ভুক্তভোগীরা এদিন পথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অন্যদিকে শ্লোগান উঠে গো ব্যাক। মন্ত্রী সান্তনা চাকমার এদিন জম্পুই সফর কে ঘিরেই এই পরিস্থিতি। আর শুধু গো ব্যাক নয়, শান্তনা চাকমা মুর্দাবাদ বলেও ক্ষোভ জাহির করলেন জম্পুই হিল বাসী।
এই পরিস্থিতি তে এর আগেও একাধিক বার পরতে হয়েছে বিজেপি মন্ত্রীসভার বিধায়ক মন্ত্রী দের। যা কিনা ত্রিপুরায় দীর্ঘ ২৫ বছরের বাম আমলে কখনই দেখা যায়নি বলে একাংশের দাবী। দাবী অনাদায়ে বিক্ষোভ প্রদর্শন কিংবা পথ অবরোধ এর চিত্র দেখা গেলেও কোনো মন্ত্রী কে তার বিধানসভা কেন্দ্রের ভোটারররাই মুর্দাবাদ বলে সম্বোধন করেছেন এমন কোনো রেকর্ড বাম আমলে আছে কিনা তা আমাদের জানা নেই।
তবে জম্পুই হিলে পৌঁছে মন্ত্রী যে তিরস্কার পেলেন তাতে করে আগামি তে মন্ত্রী তথা বিধায়িকা সান্তনা চাকমার ভোট ব্যাঙ্কে যে বিরাট প্রভাব পরতে চলেছে তা অনুমান করা যায়। বলা চলে এই মুহুরতে গোটা রাজ্য জুরেই বিজেপির নড়বরে অবস্থা। মন্ত্রী মহোদয় কিংবা নেতারা জতই তাদের সুশাসনের ঢোল পেটান না কেন, মানুষ বিজেপি বিমুখ হচ্ছে আর এটাই ত্রিপুরার রাজনীতিতে এই মুহূর্তে সাব চাইতে বড় সত্য। যার প্রকাশ ধীরে ধীরে হতে চলেছে।

Leave A Reply