Putin threads the entire west
পুতিনের হুঁশিয়ারির মুখে পশ্চিমী দেশ গুলো, আরও ভয়াবহ ক্ষেপণাস্ত্র তৈরি করছে রাশিয়া
রাশিয়া ইউক্রেন তাণ্ডব নিয়ে বিশ্ব ব্যাপি চর্চা। এখনো তার রেশ টেনে ধরে রেখেছে উভয় প্রান্তই। সবাই বলাবলি করতে শুরু করেছিল হয়তো এবার শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্ব যুদ্ধ। এবার রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আরও কড়া হুঁশিয়ারি পাশ্চাত্যের দেশ গুলোকে। দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। তালিকায় রয়েছে আমেরিকা ও ।
উল্লেখ্য, ইউক্রেনের হামলার জবাবেই পাল্টা হামলা করতে অত্যাধুনিক ও দ্বিগুণ ক্ষতি কারণ ক্ষেপণাস্ত্র নির্মাণ করতে চলেছে রাশিয়া। ওরেন্সিক নামক ক্ষেপণাস্ত্র নির্মাণের নির্দেশ দিয়েছেন পুতিন।
তিনি জানিয়েছেন, “আমাদের এই ক্ষেপণাস্ত্র কে ধ্বংস করা কঠিন। এই অস্ত্র কে আটকে দেওয়া যাবে না। ”
ইউক্রেন রাশিয়া যুদ্ধের ভয়াবহ রূপ দেখা যাচ্ছে আরও এক বার চলতি সপ্তাহেই। তাতে আমেরিকা ও ব্রিটেনের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে রাশিয়ার উপর হামলা চালিয়েছে ইউক্রেন। যদিও রাশিয়ার আকাশ বেষ্টনীর সান্নিধ্যে আসতেই ধ্বংস হয়ে যায় সেগুলো।
এবার সেই হামলার পাল্টা জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। আর তাই ওড়েনসিক ক্ষেপণাস্ত্র নির্মাণ চলছে। ভয়াবহ এই অস্ত্রের প্রয়োগ মূলত ইউক্রেনের বিরুদ্ধে করা হলেও ইউক্রেন কে মদত জোগানো আমেরিকা , ব্রিটেন দের ও যে এর নিশানায় রাখা হয়েছে তাই জানাতে চেয়েছেন পুতিন।