People died after using google map
গুগল ম্যাপ এর উপর ভরসা করে বিপদ
প্রাণ হারাতে হল তিন যুবক কে
বিয়ের নেমন্তন্ন খেয়ে আর বাড়ি ফেরা হল না। মাঝপথেই প্রাণ হারালো তিন বন্ধু। ঘটনা টি ঘটে উত্ত প্রদেশের রামগঙ্গা নদীর উপরে। গোটা ঘটনার জন্যে দায়ী “গুগল ম্যাপ” ।
আমরা প্রায়শই অচেনা অজানা ঠিকানা খুঁজে নিতে এই ডিজিটাল যুগে গুগল ম্যাপ এর উপর অনেকটা নির্ভর শীল হয়ে পরি। আগে কোন অচেনা জায়গায় পৌছাতে হলে যেখানে আমরা স্থানীয়দের মদত চাইতাম আজ সেই মদতের জন্যে আমরা এআই এর উপর বেশিই নির্ভরশীল। আর তারই খেসারৎ দিতে হল এই তিন যুবক কে ও।
ছিল বিয়ের নেমন্তন্ন। তিন বন্ধু মিলেই গিয়েছিল বিয়েতে। বিয়ে সেরে মধ্য রাতে বাড়ি ফিরছিল তারা একসাথেই। একই গাড়ি তে তিন বন্ধু, কিন্তু রাতের আঁধারে পথ চেনা মুশকিল ছিল। তাই গুগল ম্যাপ খুলে সেই অনুযায়ীই গাড়ি চালিয়ে এগিয়ে যেতে থাকে তারা। আর রামগঙ্গ নদীর উপর উঠেই ঘটে বিপত্তি।
উত্তরপ্রদেশের রামগঙ্গা নদীর উপর রয়েছে একটি নির্মীয়মাণ ব্রিজ। যা নদীর থেকে প্রায় ২০ ফুট উচ্চতায় নির্মিত হচ্ছে। অর্ধ নির্মিত এই ব্রিজের সন্ধান জানতেন না সেই তিন বন্ধু। রাতের আঁধারে একদিকে ছিল ঘন কুয়াশা অন্যদিকে অচেনা পথ। তাই জিপিএস অন করে সেই অনুযায়ী গাড়ি চালাচ্ছিল যুবক। অবশেষে রামগঙ্গা নদীর উপরের নির্মীয়মাণ ব্রিজ থেকেই আচমকা ধপ করে নীচে পরে যায় দ্রুত গতিতে থাকা সেই গাড়িটি। ঘটনা স্থলেই প্রাণ হারায় তিন বন্ধু।
মর্মান্তিক এই ঘটনা সকালে স্থানীয়দের চোখে পরতেই পুলিশ ও সেখানে পৌছায় এবং জানায় এই মর্মান্তিক ঘটনার পেছনে দায়ী গুগল ম্যাপ এর ভুল দিক নির্দেশনা।
ইদানিং আমেরিকার নব্য নির্বাচিত প্রেসিডেন্ট ট্র্যাম্প ও গুগলের বিরুদ্ধে অসন্তুষ্টি প্রকাশ করে ক্রোমের বিরুদ্ধে পদক্ষেপ নেবার কথা জানিয়েছেন। গুগল এর বিভিন্ন সাইট এর পরিষেবা নিয়ে অখুশি অনেকেই। এবার এই ম্যাপ এর ভুল ভাল নির্দেশনার ফলে যে ৩ টি প্রাণ গেল এর পর গুগল ম্যাপ এর প্রতি বিশ্বাস করাটা স্বাভাবিক ভাবেই দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।