খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 9 July 2025 - 02:55 AM
বুধবার, ৯ জুলাই ২০২৫ - ০২:৫৫ পূর্বাহ্ণ

Pantry boy arrested : গাঁজা পাচার করতে গিয়ে রেলের চার প্যান্ট্রি বয় গ্রেপ্তার রেল পুলিশের হাতে

Pantry boy arrested 
1 minute read

Pantry boy arrested

গাঁজা পাচার করতে গিয়ে রেলের চার প্যান্ট্রি বয় গ্রেপ্তার রেল পুলিশের হাতে

গাঁজা পাচারের নয়া নয়া ফন্দি ও রাস্তা খুঁজে বার করতে মরিয়া গাঁজা ব্যবসায়ী ও পাচারকারীরা। ত্রিপুরা রাজ্যে এখনো বহু জায়গায় গাঁজা বানিজ্য করে রুজি রুটি চালাছে একাংশ। কিন্তু তাদের সেই গাঁজা ব্যবসায় বাঁধ সাধতে প্রস্তুত বসে আছেন চেকপোস্টে পুলিশ কর্মীরা। আর তাতেই একের পর এক গাঁজা পাচারকারী কে আটক করছে পুলিশ।
রাজ্য কে নেশা মুক্ত করার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেই ডাকে সাড়া দিয়ে গাঁজা বিরোধী অভিযানে ও তৎপরতা দেখাচ্ছে রাজ্য পুলিশ। আর সেই অভিযান কে সাফল্যমণ্ডিত করে তলার ক্ষেত্রে সহযোগিতা করছে রেল পুলিশ ও । যে কারণে পরপর দুদিনে মোট ৬ জন গাঁজা পাচারকারী যুবক কে আটক করা সম্ভব হয়েছে।
এবার রেলে গাঁজা পাচারের অভিযোগে চার প্যান্টি বয়কে গ্রেপ্তার করল জিআরপি থানার পুলিশ। রবিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে রেলস্টেশনে ২৯৮ কিলো গাঁজা সহ বিহারের দুই যুবক বিটু কুমার এবং অনুকূল কুমারকে গ্রেপ্তার করেছিল পুলিশ যারা উভয়েই পেন্ট্রি বয় বলে জানা গেছিলো। তাদের জিজ্ঞাসাবাদ করার পরই আরও চারজন প্যান্ট্রি বয়ের নাম উঠে আসে। তাদের চারজনকেই রাতে গ্রেপ্তার করে পুলিশ। তাদের চারজনের বাড়ি বিহার। ধৃতরা হল বিকাশ কুমার, কিষাণ কুমার রাউত, গৌতম কুমার এবং সুশীল কুমার। আগরতলা জিআরপি থানার ওসি সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি জানান জি আর পি থানার পুলিশ এর কাছে খবর ছিলো রানী কমলা বতী এক্সপ্রেস দিয়ে বহিরাজ্যে পালিয়ে যাবে কিছু গাঁজা পাচারকারী। সেই মোতাবেক রেল স্টেশনে চার পেন্টি বয় আসতেই তাদেকে গ্রেপ্তার করা হয় । সোমবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয় । তিনি আর বলেন এ মামলার সাথে আর কারা জড়িত আছে তা তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসা বাদে করলে বেড়িয়ে আসতে পারে।

For All Latest Updates

ভিডিও