খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 8 July 2025 - 05:46 PM
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ - ০৫:৪৬ অপরাহ্ণ

NAMO yuva yatra : যুব মোর্চার নমো যুব যাত্রা পৌছালো তেলিয়ামুড়ায়

NAMO yuva yatra 
1 minute read

NAMO yuva yatra

যুব মোর্চার নমো যুব যাত্রা পৌছালো তেলিয়ামুড়ায়

দক্ষিন ত্রিপুরা থেকে শুরু হয়েছিল বিজেপি যুব মোর্চার নমো যুব যাত্রা । বেশ কয়েকটি বিধানসভা এলাকা পার করে শনিবার তেলিয়ামুড়া এসে পৌছালো এই বাইক র্যা লী।
এদিন সকাল আনুমানিক ১১ টা নাগাদ তেলিয়ামুড়া বিধানসভা এলাকায় স্বাগত জানানো হয় এই র্যা লীকে। যুব মোর্চার এই বাইক রেলিতে প্রতিনিধিত্ব করছেন খোদ যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিশালগড়ের বিধায়ক সুশান্ত চৌধুরী। এদিনের এই র্যা লীকে স্বাগত জানিয়ে তেলিয়ামুড়া বিজেপি এবং যুব মোর্চা মন্ডল কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া অম্পি চৌমুহুনী তে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব, যুব মোর্চা খোয়াই জেলা সভাপতি মানিক দেবনাথ, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, বিজেপি মন্ডল সম্পাদক নন্দন রায়, গোপাল বর্মন সহ অন্যান্যরা। এদিনের এই অভ্যর্থনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সুশান্ত দেব বলেন , প্রতি বিধানসভায় যুব কার্যকর্তাদের আত্মবিশ্বাস উচ্ছ্বাস এবং কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে চলার লক্ষ কে সামনে রেখেই এই যুব যাত্রা। রাজ্যের সমস্ত যুবাদের এক সুত্রে বেধে রাজ্য সরকারের যে উদ্যেশ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন তা বাস্তবায়িত করতে চায় যুব মোর্চা। এদিনের বাইক রেলিতে অগণিত যুবাদের সম্মিলিত হতে দেখা যায়।

For All Latest Updates

ভিডিও