Mayor inaugurates public toilet
পাবলিক টয়লেট উদ্বোধন হচ্ছে মেয়রের হাত ধরে, এ কেমন ধারা সরকার , এ কেন ধাচের জনসেবা ?
ত্রিপুরার জনদরদি সরকার বিজেপি। তাই জনগণের জন্যে তাদের সুবিধে অসুবিধে বুঝে জরুরী পদক্ষেপ নেওয়া তো বটেই আবার তা ঘটা করে অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন ও করেন এই সরকার। সে হোক জলের কল কিংবা টয়লেট। এবার জিবি বাজারের ব্যবসায়ীদের জন্যে নব্য নির্মিত শৌচালয় বানিয়েছে পুরো নিগম। আর তার উদ্বোধন করেছেন খোদ পুরো নিগমের মেয়র দীপক মজুমদার। অনেকেই হয়তো অবাক হচ্ছেন যে মেয়র নিজে গিয়ে টয়লেট উদ্বোধন করছেন ? কিন্তু জনস্বার্থে নির্মিত এই শৌচালয় আজ নিজ হাতে উদ্বোধন করেছেন মেয়র দীপক মজুমদার।
দীর্ঘ দিন ধরেই এই শৌচালয়ের দাবী ছিল। অবশেষে বাজার ব্যবসায়ীদের ডাকে সাড়া দিয়ে দ্রুততার সাথে নির্মিত হয়েছে এটি। কিন্তু আশ্চর্যের একটাই বিষয়, পুরো নিগমের মেয়র এর মতো একটি অতিব গুরুত্বপূর্ণ ও মর্যাদা পূর্ণ পদে আসীন মেয়র সাহেব কে নিজে গিয়েই এখন টয়লেট উদ্বোধন করতে হচ্চে ?
এর আগের সরকার থাকাকালীন আর যাই হোক , এই সামান্য বিষয় গুলির জন্যে মেয়র কিংবা বিধায়কেরা হন্যে হয়ে ছুটতেন না। যার যার পদ মর্যাদা অনুযায়ী কিছু কার্যকলাপের ধরণ ও সৌন্দর্য থাকে। তাই বর্তমান বিজেপি সরকারের আমলে যখন তখন জলের সাপ্লাই , শৌচালয় এসব উদ্বোধনের ক্ষেত্রে বিধায়ক কিংবা খোদ মেয়র সাহেব এর সশরীরে উপস্থিত হবার চিত্র রাজ্যের একটা অংশের মানুষের কাছে অট্ট হাসির রশদ যুগিয়ে দিচ্ছে। কাজ নিয়ে কোনো অভিযোগ নয়। কিন্তু অধিষ্ঠিত পদের মর্যাদা অক্ষুণ্ণ রেখে সামাজিক দায়িত্ব পালন করাটা বরঞ্চ অনেকটা সন্মানের বলেই মনে করেন দর্শক মহল। তাই আজ বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান কর্মসূচীর নাম বড় বড় অক্ষরে “ টয়লেট উদ্বোধন” লিখে তার উপর মেয়র ও মুখ্যমন্ত্রীর ছবি লাগানো এবং খোদ মেয়র সাহেবের টয়লেট উদ্বোধন করার বিষয়ে বিভিন্ন মহলে পড়েছে হাসির রোল।