Mayawati shocking declaration

নির্বাচনে লড়বে না বিএসপি , বড় ঘোষণা মায়াবতীর

উপনির্বাচনে হারের মুখোমুখি মায়াবতীর দল বিএসপি। অবসেশে বড় সিদ্ধান্ত নিলেন দলের প্রমুখ। কোনো উপনির্বাচনেই আর লড়বে না দল। কি কারণে ?
উত্তর প্রদেশের উপনির্বাচনে ৯ টি আসনে প্রার্থী দিয়েছিল বিএসপি। অন্যদিকে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে ও হারের মুখোমুখি মায়াবতীর দল। মহারাষ্ট্রের ভোট ফলাফল দেখেই ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। সরাসরি অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের দিকে। এরপর রবিবারেই বড় ঘোষণা দিয়েছেন। উপ নির্বাচনে লড়বে না দল।
অন্যদিকে এই শোচনীয় হারের জন্যে ইভিএম কারচুপির অভিযোগ তুলেছেন মায়াবতী। তার অভিযোগ ইভিএম কারচুপির শিকার হয়েই হারের মুখ দেখতে হয়েছে দল কে। এক্ষেত্রে নির্বাচন কমিশন কে শানিয়ে তিনি বলেন, সব কিছু জেনে ও কোনো পদক্ষেপ নেয়নি কমিশন। যত দিন পর্যন্ত নির্বাচন কমিশন ইভিএম কারচুপি নিয়ে কোনো পদক্ষেপ গ্রহন করবে না ততদিন আর কোনো উপ নির্বাচনে অংশ নেবে না মায়াবতীর দল বিএসপি।

Leave A Reply