এক দেশ এক নির্বাচনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ শুরু

মোদি সরকারের এক দেশ , এক নির্বাচনের প্রচেষ্টার বিরুদ্ধে গর্জে উঠে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই সংগঠিত করলো বিক্ষোভ সভা । সভাটি হয় শনিবার সকালে বিলোনিয়া এক নং টিলাতে । বামপন্থী যুব সংগঠনের ডাকা এই সভাতে অংশ গ্ৰহন করেন বামপন্থী নেতৃত্বরা। এক দেশ , এক নির্বাচনের প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সংবিধানের মৌলিক কাঠামো পরিকাঠামো পরিবর্তন ক্ষমতা সংসদের হাতে নেই । এই ব্যবস্থা চালু করতে হলে সংবিধানের একাধিক স্থানে পরিবর্তন করতে হবে । এই ধরনের চেষ্টা দেশের মৌলিক ব্যাবস্থাকে খর্ব করা । তা সত্বেও নরেন্দ্র মোদী সরকার নির্বাচনের খরচ ব্যায় বহুল এই অজুহাত দেখিয়ে এক দেশ, এক নির্বাচনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র বহুত্ববাদ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে মূল্য দেন এমন সব রাজনৈতিক দল। সম্মিলিতভাবে এই ব্যবস্থাকে প্রতিহত করার জন্য আহ্বান রাখেন সভার বক্তারা। বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফ আইয়ের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা সিপিআইএম রাজ্য কমিটির সদস্য দীপঙ্কর সেন, ডিওয়াইএফআই বিলোনিয়া শহর অঞ্চল কমিটির সম্পাদক গৌতম সেন, পার্টির শহরাঞ্চল কমিটির সম্পাদক মানব রায় সহ অন্যান্য নেতৃত্বরা। এতে উপস্থিত ছিলেন বামপন্থী যুব সংগঠনের নেতাকর্মী সহ বামপন্থী গণ সংগঠনের নেতাকর্মীরা ।

Leave A Reply