খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 8 July 2025 - 05:48 PM
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ - ০৫:৪৮ অপরাহ্ণ

Khowai cpim roadshow: পাঁচ দফা দাবীতে খোয়াই এর রাজপথে বামেদের মিছিল

Khowai cpim roadshow
1 minute read

Khowai cpim roadshow

পাঁচ দফা দাবীতে খোয়াই এর রাজপথে বামেদের মিছিল

৫ দফা দাবি দাওয়ার ভিত্তিতে খোয়াই, বিভাগীয় কমিটি ত্রিপুরা ক্ষেত মজদুর ইউনিয়ন, কৃষক সভা ও সিএটিইউ এর উদ্যোগে আজ দুপুর ১২টা নাগাদ খোয়াইয়ের রাজপথে এক সুবিশাল মিছিল সংঘটিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে খোয়াই সিপিএম কার্যালয় এসে শেষ হয়। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন খোয়াই বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল বিশ্বাস সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। উক্ত মিছিলের মধ্যে দিয়ে জনস্বার্থ সংশ্লিষ্ট কিছু দাবী দাওয়া তুলে দেওয়া হয়। যেমন রেগা ও টুয়েপের কাজ এবং মজুরী বৃদ্ধি, বন্যার্ত দের সরকারি সহযোগিতা প্রদান এবং তাতে দলবাজি বন্ধ করা, জল সেচের ব্যবস্থা সুনিশ্চিত করা , ক্ষেত মজদুর দের জন্যে একটি সুসংহত কেন্দ্রীয় আইন প্রনয়ন করা ইত্যাদি তুলে ধরা হয়। এদিনের মিছিলে রেকর্ড সংখ্যক বাম কর্মী দের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ততসঙ্গে বিধায়ক নির্মল বিশ্বাস এদিনের কর্মসূচী নিয়ে সাংবাদিক দের বিস্তারিত জানিয়েছেন। আদিবাসী , দলিত শ্রেণি ও নারীদের উপর হয়ে চলা নির্যাতনের বিরুদ্ধে ও এদিন আওয়াজ তুলেন বামেরা।

For All Latest Updates

ভিডিও