Karnataka operation Kamal

কর্ণাটকে ক্ষমতা দখল করতে ৫০ কোটির খেলা সাজিয়েছিল BJP

দুর্নীতির অভিযোগে কোণঠাসা মুখ্যমন্ত্রী নিজেই অভিযোগ ছুড়ে মাড়লেন বিজেপির দিকে। “অপারেশান কমল” বাস্তবায়নের লক্ষ্যে মরিয়া গেঁড়ুয়া পদ্ম শিবির। মৈসুর নগর নিগমের উন্নয়ন সংস্থায় দুর্নীতি করার অভিযোগ উঠেছিল কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে। এবার সেই অভিযুক্ত সিদ্ধারামাইয়া নিজেই বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন।
অভিযুক্ত মুখ্যমন্ত্রীর নিজের কুর্সি বাঁচানো যেখানে মুশকিল সেখানে বিজেপিকে পালটা কেন আক্রমণ করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ?
তাঁর অভিযোগ, রাজ্যে কংগ্রেস সরকার ফেলে নিজেদের ঝাণ্ডা বসাতে মরিয়া হয়ে উঠেছিল বিজেপি। তাতে ব্যর্থ হয়েই উল্টে কংগ্রেস দলীয় মুখ্যমন্ত্রী কে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।
বুধবার মৈসুর তে এক সভায় সিদ্ধারামাইয়া বক্তব্য রাখতে গিয়ে বিজেপির দিকে অভিযোগ শানিয়ে বলেন তাঁর সরকার ভেঙে দেওয়ার জন্য গাদা গাদা অর্থ পুঞ্জি নিয়ে বসেছিল বিজেপি। কর্নাটকের মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, সরকার ফেলে দিতে নাকি ভোটের আগে ৫০ জন বিধায়ককে ৫০ কোটি টাকা করে অফার করেছিল বিজেপি। বিজেপির কাছে এত টাকা কোথা থেকে আসছে, এই প্রশ্ন ও তুলেন তিনি। এই নোট ছাপাচ্ছেন কারা ? ইয়েদুরাপ্পা, বোম্বাইরা না তো ? অবশেষে এই সব কে কালো টাকা তথা দুর্নীতির টাকা বলে আখ্যা দিয়েছেন সিদ্ধারামাইয়া।

রাজনীতিতে অপারেশন কমল এর আমদানি হয় কর্ণাটক থেকেই । ২০১৮ সালে সেখানে এইচ ডি কুমারস্বামীর নেতৃত্বে গঠিত জনতা দল সরকার ভাঙার সময় থেকেই এই শব্দবন্ধ গোটা দেশে জনপ্রিয় হয়ে উঠে। এবার ফের কন্নড়ভূমিতে সেই একই অভিযোগ তুলছেন কংগ্রেসি মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া । তিনি আরও অভিযোগ করে বলেন , “কংগ্রেস বিধায়করা বিজেপির ৫০ কোটির প্রস্তাবে রাজি না হওয়ায় সরকার ফেলতে পারেনি বিজেপি। টাকা দিয়ে আমার সরকার ফেলতে না পেরেই আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে চাপ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। সবটাই হচ্ছে শুধু আমাকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে।”

উল্লেখ্য, মাইশুরু নগর নিগম উন্নয়ন সংস্থায় একটি মহার্ঘ্য প্লট নিয়ে দুর্নীতির অভিযোগেই বিগত বেশ কিছু সময় যাবত ব্যাপক চাপে আছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরকারি জমির প্লট নিয়ে দুর্নীতির অভিযোগ আনেন ৩ জন আন্দোলনকারী । তাদের দাবি, সিদ্দারামাইয়া তাঁর স্ত্রী পার্বতীকে মৈসুর নগরোন্নয়ন কর্তৃপক্ষের আবাসন প্রকল্পে মহার্ঘ প্লট সস্তায় পাইয়ে দিয়েছেন নথি পত্র বদল করে। এর ফলে তিনি নিজেও প্রায় তিন হাজার কোটি টাকার সুবিধা পেয়েছেন বলে অভিযোগ উঠেছিল। এবার সেই অভিযোগ খণ্ডন করে বিজেপির দিকে নিশানা সেধে ৫০ কোটির গোত্র সমাধা করতেই উস্কে দিলেন সিদ্দারামাইয়া।

Leave A Reply