. Fire service van : বিশালগড় পেলো নতুন দমকল ইঞ্জিন গাড়ি, খুশি কর্মীরা

Fire service van

বিশালগড় পেলো নতুন দমকল ইঞ্জিন গাড়ি, খুশি কর্মীরা

যে কোনো রাজ্যের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থার অন্যতম অঙ্গ অগ্নি নির্বাপক দপ্তর। যে কোনো বিপদকালীন পরিস্থিতিতে দুর্ঘটনা কিংবা অগ্নি সংযোগের ঘটনায় সর্ব প্রথম যাদের কে ডাকা হয় সেই দমকল কর্মীদের সার্বিক সুবিধা দেখা এবং পর্যাপ্ত সরঞ্জাম মজুদ রাখা টা ও সরকারের অন্যতম কর্তব্য। আর তাই রাজ্যের বহু অগ্নি নির্বাপক দপ্তর কে প্রয়োজনীয়তা অনুসারে দমকল ইঞ্জিন প্রদান করা হয়েছে যার থেকে বাদ পড়েনি বিশাল গড় অগ্নি নির্বাপক দপ্তর ও।
রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের একাধিক স্থানে অগ্নি নির্বাপক অফিসে নতুন গাড়ি তুলে দিয়েছে দপ্তর। যাতে অত্যন্ত খুশি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সহ প্রত্যেক এলাকার জনগণ। রাজ্যে বর্তমানে দুর্ঘটনা দিন দিন বেড়েই চলছে। আর সেই দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে প্রত্যেক এলাকায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা হিমশিম খেয়ে যাচ্ছেন। তার মূলত দুটি কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে অগ্নি নির্বাপক দপ্তরে গাড়ি না থাকা, দ্বিতীয় অগ্নি নির্বাপক দপ্তরের গাড়িতে পর্যাপ্ত পরিমাণে জল ধারণের ক্ষমতা না থাকা। রাজ্যে এমন বহু অগ্নি নির্বাপক অফিস রয়েছে যেখানে এখনো একটাই গাড়ি রয়েছে। যার দরুন একই সময়ে একাধিক দুর্ঘটনা ঘটলে তা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীদের। রাজ্য প্রশাসন অগ্নি নির্বাপক দপ্তর ও জনগণের সেই সমস্যা দূর করার লক্ষ্যে রাজ্যের একাধিক অগ্নি নির্পাবক দপ্তর অফিসে নতুন করে গাড়ি প্রদান করেছেন। আর তার থেকে বাদ যায়নি বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের অফিস। রাজ্যের অন্যান্য জেলার ও মহকুমার মতোই বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে ও তুলে দেওয়া হল নতুন একটি গাড়ি। যার ফলে অনেকটাই খুশি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সহ বিশালগড় বাসী। বিশালগড় অগ্নি নির্বাপক অফিস থেকে একাধিক বার দপ্তরের কাছে নতুন করে গাড়ি দেওয়ার দাবি জানিয়েছিলেন কর্মীরা। অবশেষে দপ্তর সে দাবিকে মান্যতা দিয়ে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে নতুন করে একটি গাড়ি তুলে দেন। দপ্তরে গাড়ি পেয়ে অত্যন্ত খুশি দপ্তরে থাকা কর্মীরা। সংবাদমাধ্যমে এই নিয়ে বিস্তারিত জানান অগ্নি নির্বাপক দপ্তরে কর্মরত কর্মী। তবে পূর্বে যে দুটি গাড়ি ছিল বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে তার মধ্যে একটি অনেক বছর পুরনো। এবার নতুন গাড়ি পাওয়ায় যে কোন বিপদ আপদে তাৎক্ষণিক ভাবে ছুটে গিয়ে নিজেদের দায়িত্ব ও পালন করতে পারবেন অগ্নি নির্বাপক দপ্তর। যা দেখে স্থানীয়দের মনেও অনেকটা স্বস্তি বিরাজ করছে।

Leave A Reply