Dil luminati Diljit Doshanj
৩ থেকে ১৫ হাজার টাকা দাম, মাত্র ৫০ সেকেন্ডে বিকে গেল সব টিকিট
পাঞ্জাবী পপ স্টার সিঙ্গার দিলজিৎ দোসাঞ্জ এর নাম বর্তমানে ভারতের প্লে ব্যাক সিঙ্গারদের তালিকায় ঝলমল করছে। শুধু গায়ক হিসেবেই নয়, অভিনেতা হিসেবেও বেশ ভালো ভালো ছবি উপহার দিয়েছেন দর্শক দের। দেশ ছাড়িয়ে বিদেশেও তার গানের জনপ্রিয়তা রয়েছে ব্যাপক। বিদেশে ও বহু কনসার্ট করেছেন দোসাঞ্জ।
এবার দেশের বিভিন্ন শহরে কনসার্ট করছেন দিলজিৎ। আর এই কনসার্ট এর নাম রেখছেন তিনি “ দিল লুমিনাতি”। দিল্লী, মুম্বাই, গৌহাটি সহ দেশের ১১ টি শহরে এই কনসার্ট হচ্ছে। প্রথম কনসার্ট টি দিল্লীতে হয়েছিল। আর তার পরেই বিতর্কে ও জড়িয়ে পড়েন গায়ক। গানের মধ্যে দিয়ে মাদকের প্রচার করছেন , এমনটাই অভিযোগ উঠেছিল। গানে মদের উল্লেখ থাকলে যদি সেন্সার বোর্ড আপত্তি প্রকাশ করেন। তবে সিনেমা তে ও মাদকের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হোক এমনটাই বএলছিলেন তিনি।
এর পরেই কনসার্টের টিকিট আরও দ্রুততার সাথে বিক্রি হতে থাকে। ৩ হাজার থেকে ৩০ হাজার পর্যন্ত সব ধরণের ক্যাটাগরির টিকিট মুহূর্তের মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে। ১৯শে ডিসেম্বর মায়ানগরী তে কনসার্ট করতে চলেছেন দিলজিৎ। এর আগে অনলাইনে জোমাটো লাইভে টিকিট ক্রয়ের অপশান চালু করে দেওয়া হয়েছে ২২শে নভেম্বর। আর তাতেই দেদার বিক্রি হচ্ছে টিকিট। বিতর্কের মাঝেও এই দুর্দান্ত সাফল্য দেখে এবার পেপারাজি রাও যেন বিতর্কে ফুল স্টপ লাগাতে চলেছে। অন্যদিকে তার অনুরাগি রা এই কনসার্ট এর সাফল্য কামনা করছেন ।