Congress burnt the effigy
রাহুল গান্ধী কে কুরুচিকর মন্তব্যের জেরে দেশ জুড়ে বিক্ষোভ, পোরানো হল বিজেপির নেতৃত্বদের কুশপুত্তলিকা
দেশ জুড়ে কংগ্রেস প্রমুখ রাহুল গান্ধী জি কে নিয়ে বিজেপির দুই নেতৃত্বের করা কুরুচিকর মন্তব্যের জেরে বিক্ষোভ বিরাজমান। কেন্দ্রীয় কমিটির ডাকে আজ ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন জায়গায় কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ জানাল প্রদেশ কংগ্রেস।
উল্লেখ্য, কিছুদিন আগে দিল্লীর প্রাক্তন বিধায়ক তারবিন্দার সিং ও মহারাষ্ট্রের বিজেপি শরিক দলীয় মন্ত্রী সঞ্জয় গায়েক্বাড রাহুল গান্ধী কে নিয়ে বেশ কিছু কুরুচিকর মন্তব্য করেন এমনকি উনাকে খুন করার ও হুমকি দেন। এই ঘটনা কে ঘিরে রীতিমতো উত্তপ্ত গোটা দেশ। ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী কিংবা বিজেপির পক্ষ থেকে নেই কোনো প্রতিক্রিয়া। সার্বিক দিক পরিলক্ষিত হবার পর আজ দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত নেয় কংগ্রেস। অবশেষে আজ ঐ দুই নেতৃত্ব এবং ততসঙ্গে প্রধানমন্ত্রীর কুশ পুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়।
রাজধানী আগরতলার বুকে পোস্ট অফিস চৌমুহনী তে উভয় নেতৃত্বের কুশ পুতুল দাহ করেন কংগ্রেস নেতৃত্বরা। এদিনের কর্মসূচী তে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিধায়ক বিরজিত সিনহা, জয়দীপ রায় বর্মণ, পীযূষ কান্তি বিশ্বাস সহ কংগ্রেসের সমস্ত কর্মীরা।
এদিন আগরতলা তে এই বিক্ষোভ কর্মসূচী ছাড়াও দুপুর নাগাদ মধুপুর বাজারে একই ভাবে বিক্ষোভ দেখানো হয়। জানা যায় এদিন দুপুরে আচমকা মধুপুর বাজারে হাজির হয়ে বিশালগড় জেলা কংগ্রেস নেতৃত্বরা রাহুল গান্ধীর উপর বিভিন্ন কুরুচি মূলক মন্তব্য এবং তাকে প্রাণে মারার হুমকি ইত্যাদির বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিধায়ক সঞ্জয় গাইকোয়াড এবং বিজেপি নেতা তারবিন্দার সিং তাদের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখান। সেখানে বিশালগড় যুব কংগ্রেস সভাপতি সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।