Congres Nalchar rally
নলছরের তক্সাপাড়ায় কংগ্রেসের সংহতি পদযাত্রা
৩১শে অক্টোবর দেশের প্রয়াত প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জীর প্রয়াণ দিবস থেকে শুরু হয়েছে কংগ্রেসের সংহতি পদযাত্রা। যা চলছে আগামী ১৯শে নভেম্বর উনার জন্ম দিবস অব্দি। এই পদযাত্রার মধ্যে দিয়ে রাজ্যের প্রত্যেক অংশের জনগণের মাঝে পৌঁছানো এবং তাদের মাঝে সম্প্রীতি ভাব পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে প্রদেশ কংগ্রেস। সেই কর্মসূচীর অঙ্গ হিসেবেই রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে চলছে এই পদযাত্রা। আজ ২১ নলছর বিধানসভা কেন্দ্রের তক্সাপাড়া হাসপাতাল সংলগ্ন বাজারে জেলা কংগ্রেস আয়োজিত করলো সংগঠিত পদযাত্রা। ২১ নলছড় বিধানসভা কেন্দ্রে এবারের পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা একটি প্রার্থী ও দিতে পারেনি। কারণ পুরো নলচর জুড়ে ছিল এক স্পর্শকাতর পরিস্থিতি । বিরুধীরা যখন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে যায়, তখন দুষ্কৃতিকারীরা তাদের উপর আক্রমণ চালায় ও বাধা দেয়। কিন্তু ছয় মাসের মধ্যে বিরোধীদের এমন কি পরিবর্তন হলো যে তারা সঙ্গ বদ্ধ ভাবে আজ মাঠে নেমে পড়লেন ? দেখা গেল আজকে সোনামুড়া জেলা কংগ্রেস নলচর তক্সাপাড়া হাসপাতাল সংলগ্ন বাজারে বুক ফুলিয়ে সংগঠিত করলো সংহতি পথযাত্রা। এর থেকে বোঝা যাচ্ছে যে কংগ্রেস কিন্তু আস্তে আস্তে ত্রিপুরা রাজ্যের শক্তিশালী রূপ নিচ্ছে।
দীর্ঘ ৮ কিলোমিটার পথ অতিক্রম করে শিবনগর ইটভাট্টা চৌমহনী এসে তাদের পদযাত্রা সমাপ্ত হয়। তবে কংগ্রেসের ওই পদযাত্রা কে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর। ঐদিন সংগঠিত পদযাত্রা য় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী, জেলা S/c সভাপতি লক্ষণ দাস, জেনারেল সম্পাদক হাবুল মিয়া, ব্লক কংগ্রেস ভাপতি পরেশ দেবনাথ, কংগ্রেস রাজ্য মাইনরিটি সভাপতি রুহুল আমিন সহ আরো অন্যান্যরা।