Churaibari water problems resolved
দীর্ঘ মেয়াদী পানীয় জলের সমস্যা নিরসনে ভূমিকা গ্রহন করতে উদ্যত হলেন ডিডবলুএস দপ্তর। স্থানীয়দের নিত্যদিন পানীয় জল নিয়ে সমস্যা পোহাতে হচ্ছিলো চুরাইবাড়ি তে। কিছুদিন আগে সংবাদ মাধ্যমের সামনে এই নিয়ে ব্যাপক ক্ষোভ উগড়ে দিয়েছিলেন স্থানীয়রা। চারিদিকে ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ হতেই এবার নড়ে চড়ে বসেছেন কর্তৃপক্ষ। অবশেষে জরুরী তলবে বৈঠকের আয়োজন করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন গ্রামবাসী দের।
ঘটনার বিবরণে প্রকাশ, ধর্মনগর চুরাইবাড়ি এলাকায় অবস্থিত পানীয় জলের উৎস কে কেন্দ্র করেই এই ঘটনা। বেশ অনেকটা সময় যাবত পানীয় জলে বিভিন্ন বিষাক্ত পোকা মাকড় এর কারণে জলটি সম্পূর্ণভাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এই নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে একাধিকবার জানালেও তাদের টনক নরেনি।
অবশেষে খবরের জেরে ঘুম ভাঙলো ডিডব্লিউএস দফতরের আধিকারিকদের। কয়েকদিন ধরে গ্রামবাসীরা নিয়মিত পানীয় জল পাচ্ছেন না বলে অভিযোগ করে আসছেন । গ্রামবাসীরা বিক্ষোভ দেখান ও প্রতিবাদ করেন এই বিষয় কে ঘিরে। তবে এদিনই শাসক দলীয় নেতৃত্বদের আশ্বাসে গ্রামবাসীরা শান্ত হয় এবং সঠিক ভাবে জল বন্টনের আশ্বাস দেওয়া হয় তাদের। অবশেষে তড়িঘড়ি আজ শনিবার জুনিয়র ইঞ্জিনিয়ার অপু পুরকায়স্থ ও ঠিকাদার অরুণ ভট্টাচার্য মিলে এক বৈঠকের ডাক দেন। তাতে কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ পঞ্চায়েত সমিতির একাধিক সদস্য রাজা ধর,হাসিম তালুকদার ও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপস্থিত ছিলেন। শীঘ্রই সব সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া এই বিষয়ে একটি মনিটরিং কমিটিও গঠন করা হয়েছে বলে আশ্বস্ত করেছেন আধিকারিকেরা। তবে এখন দেখার বিষয় দপ্তরের এই তড়িঘড়ি বৈঠকে নেওয়া সিদ্ধান্তে আদৌ গ্রামবাসীরা আশানুরূপ সমাধান পান কিনা।