খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 9 July 2025 - 03:05 AM
বুধবার, ৯ জুলাই ২০২৫ - ০৩:০৫ পূর্বাহ্ণ

শব্দ বাজি সিজ সহ তিন মালিকের বিরুদ্ধে মামলা

শব্দ বাজি সিজ সহ তিন মালিকের বিরুদ্ধে মামলা
0 minute read

শব্দ বাজি সিজ সহ তিন মালিকের বিরুদ্ধে মামলা

শব্দ বাজি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করলেও কিছু অসাধু ব্যবসায়ী এবং সমাজের একটা অচেতন অংশের নাগরিক সমস্ত নিয়মাদী কে উপেক্ষা করে সাময়িক আনন্দ উপভোগের জন্য দেদার ফাটাচ্ছে পটকা। বাড়ছে ক্রমাগত দূষণ। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যাতে শব্দ দূষণে লাগাম টানতে উপযোগী পদক্ষেপ নেন রাজ্যের পুলিশ প্রশাসন। সেই মোতাবেক আজ শুক্রবার শব্দ বাজি সিজ সহ তিন জন মালিকের বিরুদ্ধে মামলা নিলেন পশ্চিম থানার পুলিশ।
আজ পশ্চিম আগরতলা থানার পুলিশ এর অভিযানে রাজধানীর মহারাজগঞ্জ বাজার সহ আরো বেশ কটি বাজার থেকে প্রচুর পরিমাণে শব্দ বাজি সিজ করেছে পুলিশ। তার সাথে তিনজন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে।
এই নিষিদ্ধ বাজি গুলো দূর্গা পূজোর মরশুম থেকেই মজুদ করে রাখে এই ব্যবসায়ীরা। তাদের বিরুদ্ধে এধরনের অভিযান আগামী দিনেও জারি রাখা হবে বলে জানিয়েছেন পশ্চিম থানার পুলিশ।

ভিডিও