খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 9 July 2025 - 02:51 AM
বুধবার, ৯ জুলাই ২০২৫ - ০২:৫১ পূর্বাহ্ণ

Big B reacted on divorce rumor : পুত্র বধূ ঐশ্বর্যা ও পুত্র অভিষেক এর বিচ্ছেদ বিতর্কে অবশেষে আংশিক প্রতিক্রিয়া বিগ বি-র

Big B reacted on divorce rumor
1 minute read

Big B reacted on divorce rumor

পুত্র বধূ ঐশ্বর্যা ও পুত্র অভিষেক এর বিচ্ছেদ বিতর্কে অবশেষে আংশিক প্রতিক্রিয়া বিগ বি-র

সাধারণত পরিবার নিয়ে আলোচনা সমালোচনা কোনটাই পছন্দ করেন না। শুরু থেকেই একজন সুদক্ষ অভিনেতা এবং সবার কাছে প্রিয় মানুষ হিসেবে পরিচিত বিগ বি তথা অমিতাভ বচ্চন। ৭০ এর দশক থেকেই নিজের দুর্দান্ত অভিনয়ের দৌলতে বিশ্ব ব্যাপি সুনাম কামিয়েছেন তিনি। স্ত্রী জয়া বচ্চন , এক পুত্র ও কন্যা কে নিয়ে সুখী সংসার। তার মাঝেই বিশ্ব সুন্দরী ঐশ্বর্যা বচ্চন কে পুত্র বধূ বানিয়ে গৃহে তোলেন। তাদের ও এক আদুরে কন্যা সন্তান আরাধ্যা।
এতো সুন্দর পরিপাটি পরিবার বচ্চনের। তার পরেও কখনো অমিতাভ – রেখা প্রসঙ্গে, কখনো অভিষেক – নিম্রিত প্রসঙ্গে, আবার কখনো ঐশ্বর্যা – সালমান প্রসঙ্গে পেপারাজি ও কতিপয় বলিউড গসিপ কিংবা মিডিয়া সংস্থা গুলো নানা রকম লেখালেখির মধ্যে দিয়ে হামেশাই কাঁদা ছুড়াছুড়ি করে। সব কিছুই অনুধাবন করেন তবে কিছু বলেন না বিগ বি।
কিন্তু সম্প্রতি বেশ কয়েক মাস যাবত অভিষেক ও ঐশ্বর্যার বিবাহ বিচ্ছেদ এর যে গুজব রটানো হচ্ছে তাতে এবার আর ধৈর্যের বাঁধ আটকাতে পারলেন না। অবশেষে স্বল্প শব্দেই প্রতিক্রিয়া দিলেন বিগ বি।
লিখলেন, “আপনারা কোনো কিছু যাচাই বাছাই না করেই যা নয় তাই লিখে দিতে পারেন। একটা প্রশ্ন চিহ্ন ছেড়ে দিয়ে দর্শকদের মনে হাজার হাজার প্রশ্নের জন্ম দিয়ে দেন। এই করে আপনারা নিজেদের হাত ধুইয়ে ফেলেন। কিন্তু দর্শকদের মনে থেকে যায় বহু সন্দেহ ।“
উনার বক্তব্যে স্পষ্ট যে অভিষেক ঐশ্বর্যা র বিচ্ছেদ নিয়ে চলা গুঞ্জন আদতেই পেপারাজি দের কল্পনা থেকে প্রকাশিত একটি সংলাপ ছাড়া আর কিছুই না। সূত্রের সাথে সূত্র মিলিয়ে অনেকেই ২০২২ সালে মুক্তি পাওয়া “দশবি” ছবিতে অভিষেক এর সাথে অভিনয় করা নিম্রিত কর কে জড়িয়ে ও বেশ কিছু মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে কাঁদা ছড়া হয়েছে নিম্রিত এর দিকে ও । কিন্তু তার কোনটাই যে বাস্তবে সত্য নয় তাই স্পষ্ট হয়ে গেছে।

For All Latest Updates

ভিডিও