. Bangladeshi citizens illegal entry : নন্দন নগর থেকে আটক পাঁচ বাংলাদেশী

Bangladeshi citizens illegal entry

ত্রিপুরা কে করিডোর করে বাংলাদেশী দের অবৈধ অনুপ্রবেশ যেন আরও বাড়বাড়ন্তে পৌঁছেছে। রাজ্যের আনাচে কানাচে ছেয়ে গেছে বাংলাদেশী অনুপ্রবেশি দ্বারা। অথচ কোন পথে এই অনুপ্রবেশ হচ্ছে তার নাকি কোনো কিছুই জানেন না পুলিশ বাবুরা।
বাংলাদেশে রাজনৈতিক ও সাম্প্রদায়িক উত্তাপ ছড়িয়ে পড়ার পর পর অনেক বাংলাদেশী নাগরিক জানিয়েছিলেন যে তারা আর ঐ দেশে থাকতে চান না। আবার একটা অংশ ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের রাজ্য গুলিতে অশান্তির পরিবেশ সৃষ্টির ও চেষ্টা করেছিল। এই অবস্থায় বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ এ রাজ্যের জন্য আরও বেশি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
রাজ্যের সীমান্তবর্তী এলাকা গুলি দিয়ে প্রতিদিনই ঢুকছে বাংলাদেশীরা। এই অবস্থায় পুলিশের ভূমিকা কি ? সেটাই প্রশ্ন।
বর্ডারের দায়িত্ব প্রাপ্ত নিরাপত্তা রক্ষীদের ম্যানেজ দিয়ে রাজ্যের কিছু টাউট যেভাবে বাংলাদেশী নাগরিক দের এপারে বিনা পাসপোর্ট ভিসায় প্রবেশ করাচ্ছে তাতে করে রাজ্যের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে তাদের মধ্যে অনেককেই গ্রেফতার করতে সফল হচ্ছে পুলিশ। সফলতা বলতে ওইটুকুই।
যাই হোক, এবার নন্দননগর থেকে আবারো পাঁচজন বাংলাদেশি সহ একজন দালালকে গ্রেফতার করেছে আগরতলার এন সিসি থানার পুলিশ! গোপন সূত্রের খবর ছিল যে নন্দন নগরে কিছু বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারী ঘোরাফেরা করছে। সেই মোতাবেক থাবা বসাতেই ধরা পরে ঐ বাংলাদেশী যুবকেরা।
মঙ্গলবার তাদের কে আটক করে তল্লাশি চালায় পুলিশ। তাদের কাছ থেকে ১৫৫০ বাংলাদেশী টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এর পেছনে কে বা কারা জড়িত সেই তথ্য যদিও জানায়নি থানাবাবুরা। তবে ত্রিপুরার বেশ কিছু অঞ্চলের টাউটেরা এই মানব পাচারের সাথে যুক্ত রয়েছে। তাদের হাত ধরেই এই অবৈধ প্রবেশ বলে আপাতত অনুমান।
রাজ্যের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটো সাট করা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। অন্যথা এভাবেই নিরন্তর বাংলাদেশীরা ঢুকে পড়বে এ পারে। যা আগামী দিনে বিশাল কোনো বিপদ কে আমন্ত্রণ দিতে পারে।

Leave A Reply