খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 15 June 2025 - 11:25 AM
রবিবার, ১৫ জুন ২০২৫ - ১১:২৫ পূর্বাহ্ণ

Badshah under legal action: বলিউড খ্যাত রেপার বেড বয় বাদশাহের পপুলার গান নিয়ে বিতর্কের মুখে সিঙ্গার

Badshah under legal action
1 minute read

Badshah under legal action

বলিউড খ্যাত রেপার বেড বয় বাদশাহের

পপুলার গান নিয়ে বিতর্কের মুখে সিঙ্গার

বলিউড থেকে হলিউড সর্বত্রই এ দেশের বহু নামিদামি গায়কেরা সুনাম অর্জন করেছেন। তাদের মধ্যে একজন বাদশাহ। যিনি নিজেকে বেড বয় শাহ বলেও আখ্যায়িত করেছেন।
মূলত রেপার হিসেবেই খ্যাত বাদশাহ। পরপর প্রচুর হিট গান উপহার দিয়েছেন সঙ্গীত প্রেমী মহলকে‌ । বিশেষ করে নতুন প্রজন্ম যেমন নতুনত্ব কে সাদরে গ্রহন করতে চায় তেমনি বাদশাহ ও তাদের কে রেপ সং উপহার দিয়েছেন। বছরে অন্তত এক দুটোর ও বেশি গান তো হিট হয়ই তার। কিন্তু এবার এমনই এক গান কে ঘিরে বিতর্ক ছড়িয়েছে। আর শুধু বিতর্ক হয়, মামলা গড়িয়েছে কোর্ট পর্যন্ত ও।
সম্প্রতি বাদশাহের ‘বাওলা’ নামে একটি গান মুক্তি পেয়েছে ইউটিউবে। উনি নিজের ইউটিউব চ্যানেলেই এই গান টির মুক্তি করেছেন। আর এই গানের প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছিল একটি মিডিয়া কোম্পানিকে। যাদের অক্লান্ত পরিশ্রমে গানটি এখন অব্দি প্রায় ১৫০ মিলিয়নের ও বেশি ভিউ কামাই করেছে। সঙ্গে প্রচুর অর্থ কামাই হয়েছে ইউটিউব থেকে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
কিন্তু এর বদলে সেই কোম্পানি কে যে পারিশ্রমিক দেওয়ার কথা বা কন্ট্রাক্ট হয়েছিল বাদশাহের সাথে তিনি নাকি সেই পুরো অর্থ তাদের কে দেননি। আর সেই বকেয়া টাকা চেয়ে বারবার উনার সাথে যোগাযোগ করা হলেও উনি ঐ অর্থ পরিশোধ করতে আগ্রহ দেখাননি। তাই অবশেষে বকেয়া না মেটানোর অভিযোগ এনে বাদশাহের নামে মামলা করেছে উক্ত কোম্পানি।
মামলা চলছে কোর্টে। বর্তমানে কর্নাল জেলা আদালতে এই মামলার শুনানি চলছে। জানা গেছে এর আগেও এধরনের একটি মামলায় কিছুটা সন্মান হারিয়েছেন তারকা গায়ক বাদশাহ। বকেয়া পরিশোধ না করার মতো ঘটনা আগেও নাকি ঘটিয়েছেন তিনি।

For All Latest Updates

ভিডিও