Arvind Kejriwal case update

কেজরিওয়াল এর জামিন নিয়ে চলছে জোর চর্চা। নির্বাচন এর মুহূর্তে ময়দানে নেমে ভোটারদের উৎসাহ জোগাতে খোদ কেজরিওয়ালের উপস্থিত থাকাটা অসম্ভব জরুরী দিল্লী সহ গোটা আম আদমি পার্টির জন্য। তবে এতো দ্রুতই কি হচ্ছে তা?

লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ের ভোট গ্রহন শেষ হয়েছে সদ্য। আরও ৪ দফা ভোট গ্রহন বাকি। এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়া জোট শরিক আম আদমি পারতিরগতা দেশের বিভিন্ন রাজ্যে চলছে জোর কদমে প্রচার। অরবিন্দ কেজরিওয়াল এর অনুপস্থিতিতে উনার স্ত্রী সুনিতা কেজরিওয়ালই এই শূন্যতা পূরণের আপ্রান চেষ্টা চালাচ্ছেন। এদিকে আবগারি মামলায় ধৃত কেজরিওয়াল কে কোর্টে তোলা হয় আজ আবারো। আর তাতেই উনার জামিন নিয়ে বেশ অনেকটা আশা নিয়ে বসেছিলেন তাঁর অনুগামীরা। কিন্তু শেষ অব্দি জামিনের আর্জি খারিজ করে আগামী ২০শে মে পর্যন্ত পুনরায় কেজরিওয়াল কে পাঠানো হল তিহার জেলে। এখনি স্বস্তি মিলছে না , এটা স্পষ্ট।

সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জিব খান্নার সামনে মঙ্গলবার কেজরিওয়ালের জামিন সংক্রান্ত সুনানিতে ইডি কে বেশ কিছু কড়া প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। কেজরিওয়াল কে আবগারি মামলায় গ্রেফতার করার সময় ১০০ কোটির মানি লন্ডারিং এর তথ্য দেয় ইডি কিন্তু দীর্ঘ মাস দুয়েক পরে এই অঙ্ক গিয়ে দাঁড়িয়েছে ১১০০ কোটিতে। কেন ? কিভাবে ?
ইডির কে শীর্ষ আদালতের কাছে সমস্ত প্রমাণ ও তথ্য পেশ করার নির্দেশ দিয়েছেন দেশের শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না। এটাও বলা হয়েছে যে কেজরিওয়াল মামলাটি দেশে একটি নজির বিহীন ঘটনা। তাই এই ক্ষেত্রে কোনো রকম গাফিলতি নয়। পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং সঠিক তথ্য দ্রুত পেশ করার জন্যেও চাপ সৃষ্টি করা হয়েছে ইডি কে। মনিষ সিসোদিয়ার গ্রেফতারির আগে ও পরে আবগারি দুর্নীতি মামলার তদন্ত নিয়ে ইডির কাছে থাকা সমস্ত রিপোর্ট পেশ করার জন্যেও নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি।

এদিকে নির্বাচনের কারণে অরবিন্দ কেজরিওয়ালের প্রচারে অংশ নেওয়া অতি গুরুত্বপূর্ণ বিষয়। সেই দিক বিচার বিবেচনা করে উনাকে সাময়িক কিছু সময়ের জন্যে জামিন দেওয়া যায় কিনা সেই নিয়ে আলোচনা করা হবে। নির্বাচন না থাকলে যদিও এই অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করতো না সুপ্রিম কোর্ট।

উল্লেখ থাকে, মঙ্গলবার সুনানির সময় ইডিকে তীব্র ভৎসর্ণা করেছে দেশের শীর্ষ আদালত।

Leave A Reply