খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 15 June 2025 - 10:23 AM
রবিবার, ১৫ জুন ২০২৫ - ১০:২৩ পূর্বাহ্ণ

Aksha Ajay to be together : এই প্রথম অজয় দেবগণের পরিচালনায় সিনেমা করতে যাচ্ছেন খিলাড়ী কুমার তথা অক্ষয় কুমার

Aksha Ajay to be together
1 minute read

Aksha Ajay to be together

এই প্রথম অজয় দেবগণের পরিচালনায় সিনেমা করতে যাচ্ছেন খিলাড়ী কুমার তথা অক্ষয় কুমার

বলিউড জগতের দুই উজ্বল নক্ষত্র অজয় ও অক্ষয় । দুজনেই নিজ নিজ অভিনয়ে সেই ৮০ র দশক থেকেই মাতিয়ে রেখেছেন দর্শকদের। দুজনেরই ফ্যান ফলোইং ও নেহাত কম নয়। তাছাড়া ও দুজনেরই বেশ জনপ্রিয়তা রয়েছে সিনেমা ইন্ডাস্ট্রিতে। তবে দুজন কে একই ছবি তে কাজ করতে খুব একটা দেখা যায়নি। সম্প্রতি যদিও “সিঙ্ঘম থ্রি “ তে একসাথে কাজ করেছেন এই দুই তারকা। মাল্টি ক্যারেক্টার বেসড এই ছবিতে দেখা গেছে সলমন ভাইজান কেও।
অন্যদিকে অজয় দেবগণ অভিনয়ের পাশাপাশি নিখুঁতভাবে চালাচ্ছেন পরিচালনা ও। উনি নিজের ৪ টি ছবি নিজেই পরিচালনা করেছেন। এবার সেই অজয় এর পরিচালিত ছবিতে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে অক্ষয় কুমার কে। বলা বাহুল্য বছরে ৪ টির ও বেশি ছবি এবং তুলনামূলক অনেকটাই শৃঙ্খল জীবন যাপন করার জন্য সবার কাছেই প্রশংসিত অক্ষয়। তবুও হিট এর চাইতে ফ্লপ ছবির ক্যাটাগরিই বেশি পেয়েছে তার অভিনীত ছবি গুলো। এবার অজয় দেব গণের সাথে মিলে কি ছবি করতে চলেছেন অক্ষয় তা এখনো প্রচারে আসেনি। তবে খুব দারুন কিছু আসতে চলেছে আপাতত এটুকুই অনুমান কড়া হচ্ছে।
সম্প্রতি একটি ইন্টার্ভিউ তে উভয়ের এই মিলিত কাজ শুরু হবার কথা জানিয়েছেন তারকারা। আগামী বছরেই হয় তো এই ছবির কাজ শুরু হয়ে যেতে পারে।

For All Latest Updates

ভিডিও