Wife seeking help to find missing husband

কীর্তনে যাবার উদ্দেশ্যে বেড়িয়ে আজো ঘরে ফেরেন নি স্বামী, কেঁদে কেটে অস্থির স্ত্রী

স্বামী কে খুঁজে না পেয়ে অস্থির স্ত্রী ও ছেলে মেয়েরা। আচমকাই উধাও স্বামী। ৯ দিন হয়ে গেলেও নেই খোঁজ খবর। কোথায় নিরঞ্জন দাস ?
বিগত ৯ দিন যাবত নিখোঁজ স্বামী। ঘটনা রাজধানী আগরতলার প্রতাপগড় শীল টিলা এলাকায়। জানা যায় ঐ এলাকার বাসিন্দা নিরঞ্জন দাস গত ১৫ই নভেম্বর কীর্তনের কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। পরিবারের সকলেই এদিন কীর্তনে যাবার জন্যে প্রস্তুত হচ্ছিলেন। কিন্তু নিরঞ্জন বাবু তাদের আগেই একা বেড়িয়ে যান এবং যাবার সময় তিনি নিশ্চিত ভাবে বলে যান যে উনি হরিনাম সংকীর্তনে যাচ্ছেন। উনার যাওয়ার কিছুক্ষণ পরই বাড়ির অন্যরা যান। কিন্তু সেখানে গিয়েও নিরঞ্জন বাবুর সাথে তাদের কারোর ই দেখা হয়নি।
এর পর রাতে বাড়ি ফিরে এসে তারা দেখেন নিরঞ্জন বাবু তখনও বাড়ি ফেরেননি। তারা ভাবেন হয়তো রাসলীলা দেখছেন তিনি। শেষ করেই ফিরবেন। কিন্তু রাত বাড়তে থাকে। উনি আর ফেরেন না।
এদিন সারারাত অপেক্ষা করার পর ১৬ই নভেম্বর উনার ছেলেরা মিলে বাবা কে খুঁজতে যায়। উল্লেখ্য উনার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও উনাকে খুঁজে পাওয়া যায়না। এর পরেই উনার নিখোঁজ হওয়া নিয়ে দুশ্চিন্তায় মরিয়া হয়ে উঠেন স্ত্রী ও পরিবার। এর পর মহারাজগঞ্জ বাজার আউটপুস্টে জানানো হয় বিষয়টি। আজ প্রায় ৯ দিন হতে চললো এখনো খুঁজে পাওয়া যায়নি উনাকে। স্ত্রী সমেত পরিবারের সকলেই আজ সংবাদ মাধ্যমের কাছে নিরঞ্জন বাবুর নিখোঁজ হবার ঘটনা জানিয়ে উনাকে খুঁজে দেওয়ার আর্জি জানিয়েছেন। এদিকে পুলিশ বাবুরা ও সঠিক তদন্ত চালাচ্ছেন কিনা সেদিকে প্রশ্ন উঠছে।

Leave A Reply